নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পাথরের গাত্রোত্থান

জীবনের কিছু সময় ধরে অপেক্ষায় আছি । এ শহরের মানুষেরা বড় বেশি ব্যস্ত । ব্যস্ততার কাছে নিজেকে বেঁচে দিয়ে ধরেই নিয়েছে তারা বন্দী । বন্দী তারা নিজের মাঝে । বন্দী তারা ক্ষুদ্রত্বের স্বার্থে । আমি তাদের মত আরো একজন বন্দী ।

রৌদ্র মেঘ

আমার মুক্তি আলোয় আলোয়..

রৌদ্র মেঘ › বিস্তারিত পোস্টঃ

নির্বোধের হাহাকার এবং মানবতার চক্ষুলজ্জা

১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৪

হিটলারের ৬০ লক্ষ ইহুদি মারা নিয়ে এখন অনেকের মধ্যেই স্বস্তিবোধ দেখা যায় । কারণ ইহুদি জাতি নাকি অভিশপ্ত ! অনেকে গর্ব করে আবার হিটলারকে আইডল মানে । আজকের ফিলিস্তিন পরিস্থিতিতে এরা আবার প্রচন্ড উদ্বেগের সাথে ভার্চুয়াল বিপ্লব ডেকে ফেলেছে । আজকের এই গণহত্যার বিপক্ষে কথা বলার অধিকার এরা সেদিনই হারিয়ে ফেলেছে যেদিন তারা হিটলারের গণহত্যা ধর্মীয় বা রাজনৈতিক কারণে সমর্থন করেছে । পাকিস্তানে কাদিয়ানী আহমদীয়দের হত্যা করা হয় কিন্তু কারো উচ্চকন্ঠ শোনা যায় না । মসজিদে মসজিদে চলে আত্মঘাতী হামলা ! ইরাকের গৃহযুদ্ধে চলে মুসলিম মুসলিম ভাই-ভাই শিয়া এবং সুন্নীদের মধ্যে যুদ্ধ । ইদানিং যুদ্ধের জন্য কোন ইস্যুর প্রয়োজন হয় না । শুধু একপাশ থেকে গুলি ছুড়লেই যুদ্ধ লেগে যায় । আর বসে বসে যুদ্ধ উপভোগ করার মানসিকতা পৃথিবীবাসী বেশ ভাল ভাবেই রপ্ত করে নিয়েছে ।

ফিলিস্তিনের গলা কাটা বালকের রক্তাক্ত ছবি এখন টাইমলাইনকে ধন্য করছে । কারণ এখানে মানবতা দেখানোর একটা সুযোগ তৈরি হচ্ছে । জেনেভা ক্যাম্পের ১০ বছরের শিশুর ঝলসানো দেহ দেখেও এদের কারো হাতে ‘সেভ হিউমানিটি’ লেখা প্লে-কার্ড দেখা যায় না । দেশের বিখ্যাত কোন বৌদ্ধবিহার পুড়লেও এদের কিছু যায় আসে না । আর সংখ্যালঘু বিশেষণ আঁটা এদেশের হিন্দুরা যখন দেশের ভিতরেই উদ্বাস্তু হয়, জোর করে জমি দখল নিয়ে দেশ থেকে বিতারিত হয় তখনও কবি নীরব । মানবতা শুধু দূরদেশের ছবি দেখেই উলঙ্গ হয়, আর নিজ দেশের মানুষ বাসে ট্রাকে জ্বলে-পুড়ে কাবাব হয় । পৃথিবীর যে প্রান্ত থেকেই একজন শিশু মারা যাক না কেন সে এই পৃথিবী থেকেই গেল ! রক্ত শুধু ফিলিস্তিনেই ঝরে না, রক্তে কলঙ্কিত হয় গোটা পৃথিবী । পরিশেষে শান্তিময় ফিলিস্তিন কামনা ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৩৩

রোকসানা হাবিব বলেছেন: খুব সুন্দর ভাবে সত্যকে লেখাই নিয়ে এসেছেন। খুব ভাল লাগলো।

২| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৩৩

রোকসানা হাবিব বলেছেন: খুব সুন্দর ভাবে সত্যকে লেখাই নিয়ে এসেছেন। খুব ভাল লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.