![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয়..
-সাকিব এবং বিসিবি’র পক্ষ বিপক্ষ নিয়ে বাতাস ভারী করা আপাতত শেষ । আবার যখন সাকিব আপিল করবে তখন নাহয় আবারও বিসিবিকে ধুয়ে দিব ! পাপণ-আকরাম খানকে ফুটবল বানিয়ে মাঠে নামাবো । এরা তো কোন দ্রব্য বা পণ্য নয় তাই বর্জনের ডাক দিতে পারি না ।
-এখন তাহলে কি করবেন ?
-বিশ্ব রাজনীতি ! বিশ্ব রাজনীতি নিয়ে ঝড় তুলব । ফিলিস্তিনে পড়ে থাকা মাথা কাটা লাশের ছবি নিয়ে প্রোপিক দিব । ইসরায়েলকে অভিশপ্ত ঘোষণা করবো । ইহুদিদের সাথে সম্পর্ক ছেদের উদাত্ত আহ্ববান জানাবো । কয়েকটা রক্তমাখা স্ট্যাটাস দিব । এতেই কাজ হবে ।
-কি কাজ ?
-লাইক । কমেন্ট । শেয়ার ।
-ব্যাস, এতটুকুই ????
-তাছাড়া কি করবো ? এটাই তো সামাজিক আন্দোলন ।
-ও আচ্ছা ! আপনার দেশে যখন মানুষকে আগুনে পুড়িয়ে মারা হয় তখন আপনি কি করেন ?
-কি করবো আবার । স্ট্যাটাস দিই ।
-এতেই কাজ হয় ?
-কেন হবে না । সবচেয়ে ভাল কাজ হয় যখন যুদ্ধাপরাধীদের রায় এসে আটকে যায় অথবা ফাঁসির অর্ডার হয়ে যায় ।
-কেমন ?
-এই যেমন ধরেন রায় আটকে গেলে সেটার বিপক্ষে স্ট্যাটাস দিই । ফলোয়ারদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যায় । আর ফাঁসির অর্ডারের পক্ষে বিপক্ষে যা-ই লিখি না কেন তাৎক্ষণিকভাবে দেশে জ্বালাও-পোড়াও শুরু হয়ে যায় । সংখ্যালঘুদের ভিটে ছাড়া করা হয় । বৌদ্ধ মন্দির পুড়িয়ে দেয়া হয় । মন্দিরের প্রতিমা ভাঙা হয় । হিন্দু মেয়েদের নাকি রেপও করা হয় ! তখন এইসব অমানবিক কাজের বিরুদ্ধে স্ট্যাটাস চলতে থাকে ।
-বাহ ! স্যার আপনার ডিনারের সাথে রেড ওয়াইনও এসে গেছে । দেশ এবং ফিলিস্তিন উদ্ধারের আগে এইটুকু উদ্ধার করে নিবেন । তারপর না হয় আপনার মুখের গোলায় ইসরায়েল ধ্বংস করে দিয়েন !
২| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২১
কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: বাহ
৩| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৮
রৌদ্র মেঘ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১১
সোহানী বলেছেন: বাহ্