নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পাথরের গাত্রোত্থান

জীবনের কিছু সময় ধরে অপেক্ষায় আছি । এ শহরের মানুষেরা বড় বেশি ব্যস্ত । ব্যস্ততার কাছে নিজেকে বেঁচে দিয়ে ধরেই নিয়েছে তারা বন্দী । বন্দী তারা নিজের মাঝে । বন্দী তারা ক্ষুদ্রত্বের স্বার্থে । আমি তাদের মত আরো একজন বন্দী ।

রৌদ্র মেঘ

আমার মুক্তি আলোয় আলোয়..

রৌদ্র মেঘ › বিস্তারিত পোস্টঃ

শিরোনামঃ গণহত্যা বিভীষিকা

১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৩৫

চায়ের কাপে ফিলিস্তিনকে ডুবিয়ে কর্তা ব্যক্তিদের চলছে এখন ফুটবল সমালোচনা । কিছুক্ষণের জন্য হয়ত সবাই ভুলেই গেছে এই পৃথিবীর এক প্রান্তেই বইছে দূষিত বাতাস । বারুদের গন্ধে ভারি হয়ে থাকা বাতাসেই চলছে ফিলিস্তিনিদের শ্বাস-প্রশ্বাস । বন্দুকের নলে চলছে জীবন প্রবাহ । আকাশ থেকে বোমা বৃষ্টি ঝরছে । লাশ পরে আছে শুষ্ক-শক্ত গেরুয়া মাটিতে । শিশুদের মৃত্যুপূর্ব আর্তনাদ বাতাসে কেঁপে কেঁপে থেমে গেছে মৃত্যুর মধ্য দিয়ে । হ্যাঁ, ফিলিস্তিনে আজ সপ্তম দিনের মত গণহত্যা চলছে । সভ্য হয়ে ওঠা মানুষগুলোই বর্বরতা চালাচ্ছে । ওখানে কোন ধর্ম বলি হচ্ছে না, বলি হচ্ছে মানুষ । কোন ধর্মের ফিনকি ছুটে মাটি রক্তাক্ত হচ্ছে না । মানুষের রক্তেই রঞ্জিত হচ্ছে মাটি । আর সারা পৃথিবীই তো বিবেকশুণ্য হয়ে তাকিয়ে আছে ! বিবেকশুণ্য থাকার চেয়ে মরে যাওয়া ভাল ।

আর আমাদের অনুভূতি তো কর্পূরের মত । একটু আলগা হলেই উড়ে চলে যাবে । দুইদিন ইস্রাইল-ফিলিস্তিন নিয়ে মেতে ছিলাম । দুইদিন ওয়াল্ড কাপের ফাইনাল সেলিব্রেট করবো । তারপর আবার নতুন কোন ইস্যু খুঁজে পেলে সেটার পিছনে লাগবো । কেননা ফিলিস্তিনও আমাদের দেশ নয়, বিশ্বকাপ জয়ী জার্মানিও নয় । সুতরাং আবেগের স্থায়ীত্ব হতে হবে ভলাটাইল ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৫১

এম এস নিলয় বলেছেন: ভাই ইরাক-সিরিয়ার গণহত্যা নিয়া আপনার অনুভূতি কি?

২| ১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৫৬

রৌদ্র মেঘ বলেছেন: যেটা আইএসআইএস করতেছে ?????যে কোন গণহত্যা/ মানুষ হত্যার তীব্র বিরোধী আমি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.