![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয়..
ফিলিস্তিনকে সর্বাত্মক সাহায্যের আভাস দিয়েছে ইরান । কিন্তু ইরান কি হামাসকে সাহায্য করে এই যুদ্ধ আরো বেশি প্রশমিত করবে নাকি ফিলিস্তিনের সাধারণ মানুষদের পাশে দাঁড়াবে ? ইতোমধ্যে হামাসের একজন মুখপাত্র বলেছে যে তারা ঢাল হিসেবে সাধারণ ফিলিস্তিনিদের ব্যবহার করছে । যুদ্ধের আগ্রাসন এবং সাধরণ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এটাই প্রমাণ করে । হামাস ফিলিস্তিনের মানুষদের বাঁচাতে কোন পদক্ষেপই নিবে না । হামাসের পক্ষ থেকে যুদ্ধ বিরোধী প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান এই বিষয়ে বেশ স্পষ্ট । ৬ ঘন্টা বিরতির পর আবারও ইসরাইল বিমান হামলা চালানো শুরু করেছে । আন্তর্জাতিক চাপে ইসরাইলের পিছুপা হওয়াটা এখন অনেকখানিই অনিশ্চিত । যুদ্ধ চলুক ।
২| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৩১
পুরান লোক নতুন ভাবে বলেছেন: ইতোমধ্যে হামাসের একজন মুখপাত্র বলেছে যে তারা ঢাল হিসেবে সাধারণ ফিলিস্তিনিদের ব্যবহার করছে ।
তুমি একটা ছাগু!!
৩| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৩৯
রৌদ্র মেঘ বলেছেন: https://www.youtube.com/watch?&v=eQ6S0-o3uFI
Hamas Spokesman Sami Abu Zuhri: Human-Shield Policy Is Effecive
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৫:১৫
শিপন মোল্লা বলেছেন: কারো ফাও বুলিতে কিছু আসবে যাবে না ইসরাইল যুদ্ধ করবেই। ফিলিস্তিনিদের হত্যা করবেই। বিশ্ব মোড়ল ইসাইলের কিছু ছিরতে পারবেনা। এখন পৃথিবীর সুপার পাওয়ারদের উপরে ইসরাইলই থাকে । নো প্রবলেম যুদ্ধ চলবেই ।