![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয়..
-ভাই, ফিলিস্তিনের খবর শুনছেন ?
-কি খবর ?
-এই যে যুদ্ধ-বিবাদ, রক্তারক্তি । ইসরাইল নাকি ফিলিস্তিন ধ্বংস করে দিবে !
-তাই নাকি ? বাহ, দারুণ তো । প্রাচীনকালে এমনটাই হত । দুই জাতির মধ্যে যুদ্ধ লাগত । এক জাতি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেত । বিজয়ী জাতি আরো শক্তিশালী হয়ে উঠত । এখনও এমন হয় নাকি ?
-হয় তো ! ভাই, আজ মালইয়েশিয়া এয়ারলাইন্সে একটা বোয়িং বিমান ধ্বংস হয়েছে । ইউক্রেনের জঙ্গি বাহিনী নাকি এটা করেছে । এতে প্রায় ১০০ জন মানুষ পুড়ে মারা গেছে । একদল নাকি বিজ্ঞানীও ছিল ওই বিমানে । সবাই শেষ । জানেন নাকি ?
-কই না তো ! কিছু শুনিনি তো ।
-ভাই, সোমালিয়ায় নাকি মানুষ এখনও এন্টি সিভিলিয়ান এরাতে আছে । এর পিছনে যৌক্তিকতা কী ? ওরা কি এখনও কাঁচা মাছ খায় ?
-ভাই, সোমালিয়া দেশটা কোথায় যেন ? আই মিন কোন মহাদেশে ?
-আফ্রিকাতে বোধহয় ! ভাই আপনি খুব নিষ্ঠুর ।
-জ্বি ভাই । আপনিও খুব নিষ্ঠুর ।
-আমি আবার নিষ্ঠুর কিভাবে ?
-আমাকে ভাই বলছেন সেই হিসেবে । নিষ্ঠুর-নিষ্ঠুর ভাই ভাই !
-ভাই, আপনি আইনস্টাইনকে চিনেন । ইহুদি লোক ! তারকাটা ছিল । উলটা-পালটা থিউরি আবিষ্কার করত । সেই নাকি বোমা তৈরি করছে ! সেই বোমার জ্বালায় এখন পুরা দুনিয়া ছারখার ।
-আইনস্টাইনকে চিনতাম না । তবে আমাদের পাড়ার আইনুদ্দী ব্যাপারীকে চিনতাম । বদ লোক । শুধু বউদের উপর অত্যাচার করত । আইনস্টাইনের মতই হবে মনে হয় !
-আইনস্টাইন-আইনুদ্দী ভাই ভাই । বদ বদ ভাই ভাই । হা হা হা !!!
-ভাই, আপনার হাসির বিশেষত্ব হচ্ছে- হাসলে আপনাকে দুঃখী দুঃখী লাগে । মলিন ভাব আপনার মুখে ছড়িয়ে যায় ।
-আচ্ছা ভাই, তাইলে হাসি বাদ । ভাই খালেদা জিয়া নাকি ঈদের পর কোমর বেঁধে মাঠে নামবে ! ইস্যু বোধহয় আরও একটা পাইছে ! বিশ্বকাপে ব্রাজিলের শোচনীয় পরাজয় । এজন্য সরকারই দায়ী এবং তা তত্ত্বাবধায়ক সরকার না দেয়ার কারণে । সুতরাং সরকার সাপোর্ট দিয়ে যে দলকে সামান্য বিশ্বকাপ এনে দিতে না পারে সে সরকার সবদিক থেকে ব্যর্থ । এ ব্যর্থতা স্বীকার করে সরকারের পদত্যাগ করা উচিত ! এটাই নাকি ১ নং ইস্যু ! হা হা হা !!!
-ভাই, আপনি আবারও হাসছেন ! মনে হচ্ছে খালেদা জিয়ার সাথে আপনিও সমব্যথী !
-স্যরি ভাই ! আর হাসবো না । ভাই লাইটার হবে আপনার কাছে ? সিগারেট ধরাবো ।
-না ভাই, লাইটার রাখা রিস্কি । আগ্নেয়াস্ত্র বহনের মামলায় পড়ে যেতে পারি ।
-তাইলে তো ভাই ওইটাও কেটে ফেলা দরকার । কখন রেপ কেসে আটকে পড়েন ঠিক তো নাই ! সব দিক থেকেই সাবধান থাকাটা জরুরী ।
-তা অবশ্য ঠিকই বলেছেন ।
-ভাই আপনি কি করেন ?
-আমি স্বপ্ন চাষ করি । সকাল বিকাল স্বপ্নের চারাগাছে পানি ছিটাই । সার দিই । আগাছা পরিষ্কার করি । দু-চারটা পাতা গজালে চারাগাছটাকে ঘিরে একটা সুন্দর ছিমছাম বেড়া তুলে দিই । স্বপ্নের সুন্দর ভবিষ্যত কামনা করি ।
-আপনার লেখাপড়া ?
-ক্লাস টেন । এসএসসি দেয়ার আগে নার্ভাস সিস্টেমে পড়ে গেছিলাম । পরীক্ষাটা আর দেয়া হয়নি । এখন স্বপ্ন ফেরি করে বেড়ায় । দৈনিক পত্রিকার পাতাগুলো ছিঁড়ে বাতাসে উড়ায় । সিগারেটের পুড়ে যাওয়া ফিল্টার দিয়ে ঘর সাজাই । সকাল-বিকাল রঙ মেখে নিজের চেহারা পরিবর্তন করি ।
-আপনার লেখাপড়া ?
-ক্লাস টেন । এসএসসি দেয়ার আগে নার্ভাস সিস্টেমে পড়ে গেছিলাম । পরীক্ষাটা আর দেয়া হয়নি । এখন স্বপ্ন ফেরি করে বেড়ায় ।
যাত্রাপথের বিরতিতে কথার বিরতিও কিছুক্ষণ । এর মধ্যেই আমার প্রস্থান ।
২| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৪
রৌদ্র মেঘ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫১
শফিক আলম বলেছেন: ভাল লিখেছেন।