|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি তাঁর কাছে বসলাম।
শান্ত ,নিরিবিলি স্থান।
আজ খুলে বলবো তাঁকে-মনের কথা;
-আমার পাপের কথা
-ব্যর্থতার কথা;
সব,সব কিছুই তাঁকে খুলে বলবো।
তিনি তাকিয়ে আছেন
আমার পানে,মুখে মৃদ হাসি তাঁর।
দরজা সব সময় খোলা ,ওই মন্দিরের ।
চিত্ত চাঞ্চল্যে আশ্রয় খুঁজি –ঈশ্বরের পদতলে!
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.