|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমার ভাগ্যরেখা পাল্টে যায়,তোমার কোমল ছোঁয়ায়।
ভালবাসা-নদীর স্রোতের মত
শুধুমাত্র তীরের মানচিত্র পাল্টায়,
আর,পাল্টায় মধুর ঠোঁট।
যদি কোনদিন,থেমে যায় আমার হৃৎস্পন্দন
কিম্বা তোমার হৃৎস্পন্দন
তবে,ভালবাসা নিঃশেষিত হবে
এই পৃথিবীর বুকে।
যদি আমার দেহান্তর হয়,তোমার আগে,
আমার আঁখি পল্লবে রেখো
আমের সুগন্ধ মাখা তোমার কোমল হাত।
ভালবাসা-নদীর স্রোতের মত
শুধু চলে তীর ঘেঁষে
আর,তীরের মানচিত্র পাল্টায়।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.