|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বাইগার নদীর জল,দিয়েছিল
তোমায় প্রশ্রয়;তাই যখন তখন
তুমি ডুবে যেতে বাইগারের জলে।
আপন মনে কী ভাবতে, আকাশের পানে চেয়ে?
দোয়েলের শিস অথবা বর্ষার মেঠো
কাদা,সারা অঙ্গে;বাংলা মাতার সকল স্নেহ
তুমি কী একেলা পেতে?
মাতার স্নেহ,সবুজের মায়া,তোমায়
শিখিয়েছিল উদার হতে? তাই
ভালবেসে মায়ের চরণে
নিজেকে করলে সমর্পণ।
তুমি আসবে-তাই অপেক্ষায় ছিল সময়-
হাজার বছর ধরে-খোকা আসবে বাঙালি জাতির কাছে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.