|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সে যে লাশই হোক না কেন
একদিন মিশে যাবে
সবুজ প্রান্তরে
গলে পচে
কিম্বা ছাই হয়ে।
পেট্রোল বোমায় দগ্ধ লাশ,
হালের চাপাতির এলো পাথারি
কোপানোর ফলে মাটিতে পড়ে থাকা লাশ
কিম্বা আরও পিছিয়ে
হাত-পায়ের রগকাটা লাশ-সারিবদ্ধ হয়
প্রতিবাদ করে-হত্যার বিচার চায়।
বড্ড ভুলো মন আমাদের
তাই ভুলে যাই-ভয়ংকর ঘটনা কে মনে রাখে?
পত্রিকার পাতায় যে খবর,তার পেছনের খবর
কে জানতে চায়?
আমরা যেন নেশাগ্রস্ত-কোন এক নেশায়
-মরণ নেশায়
এক দমবন্ধ করা ঘটনার অপেক্ষায়
সারাক্ষণ ওঁত পেতে আছি
এবং থাকি
আর ঘটনার পর নেশাগ্রস্ত হয়ে পড়ি
চলে যাই কল্পনার জগতের মাঝে-
মরণ নেশায়
তুমি আমি-আমরা সকলে।
ক্ষুর পরিণত হয় পেট্রোল বোমায়
পেট্রোল বোমা আহ্বান জানায়
নিরীহ দর্শন চাপাতিকে.......
ক্ষুর,পেট্রোল বোমা,কিম্বা চাপাতি
সবার কাছেই প্রশ্ন ছিল -কেন?
বলে-আমরা জড় পদার্থ
আমাদের কি করার আছে?
তোমরা পায়ের রগ কাটো
অথবা পোড়াও
অথবা কোপাও
এটা তোমরা বুঝবে
তবে........
তবে কী?
জানোয়ারদের ঘুম হারাম করলে কেন?
কেন ফাঁসি চাই বলে চিৎকার করলে?
শত সহস্র জানোয়ার এখন
ঘুরছে হাতে চাপাতি নিয়ে।
মুক্ত মতামত,আস্তিক-নাস্তিক আলোচনা
ধর্মের কথা- সব যেন কুয়াশায় আবৃত,
ঢাকা পড়ে বাংলার সবুজ শ্যামল প্রান্তর
আড়াল করে- বাঙালির নব জন্মকে
আড়াল করে-বুদ্ধিজীবি হত্যাকে
আড়াল করতে চায়-যুদ্ধাপরাধিদের বিচার চাইবার সাহসকে।
এই সবুজ প্রান্তরে
এই রক্তাক্ত প্রান্তরে
তবু বসে আছি
বসে ছিলাম
বসেই থাকবো
এই আশা নিয়ে
আমাদেরও রুপকথার গল্প আছে-
শ্রেষ্ঠ জাতিরুপে গড়ে উঠবার গল্প।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ১১ ই আগস্ট, ২০১৫  রাত ৮:৩৫
১১ ই আগস্ট, ২০১৫  রাত ৮:৩৫
সুদীপ কুমার বলেছেন: সাদা মনের মানু--ছবির মানুষরে তো চিনি।আমার চা কই?
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৫  রাত ৮:২২
১১ ই আগস্ট, ২০১৫  রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: জানোয়ারদের ঘুম হারাম করলে কেন?
কেন ফাঁসি চাই বলে চিৎকার করলে?
শত সহস্র জানোয়ার এখন
ঘুরছে হাতে চাপাতি নিয়ে।
...........সত্যি বলছেন ভাই, এটাই আমার মনে হয় প্রধান কারণ