নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

অনশনের দিনগুলি

১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

অনশন?-খাবেনা তুমি?তাতে কী
নল আছেনা?-ঢেলে দেয় খাবার-
নাক দিয়ে পেটের ভেতর।একবার,
দু'বার-নাক দিয়ে রক্তের স্রোত-
নাকের ভেতর থকথকে ক্ষত।

তোমার পণ ছিল লৌহকঠিন
আর ছিলে আপসহীন-
হয় মুক্তি
কিম্বা মৃত্যু।

না খেয়ে দিনের পর দিন
মৃত্যু এগিয়ে আসে চতুর পদক্ষেপে
তুমি কাঁপা কাঁপা হাতে
লিখলে চিঠি-রেণুকে।

বাতাস বয়ে আনে শ্লোগান-
রাষ্ট্রভাষা বাংলা চাই-
শেখ মুজিবের মুক্তি চাই।

"বাংলাদেশ আপনার নিকট আশা করে অনেক
তবে? এভাবে কেন চান মরতে?
কী লাভ এতে"?
তুমি হেসেছিলে-
বলেছিলে-
অনেক বাঙালি আছে
কাজ? থাকবেনা পড়ে।
ভালবাসি এই দেশকে।দেশের মানুষকে।
তাদের জন্যই জীবন রেখেছি বাজি
এই শান্তি।

দিন ঝরে পড়ে নীরবে
রাত ঝরে পড়ে নিঃশব্দে
কথা বলার শক্তি নিঃশেষ
কারাগারের লৌহ শলাকা চোখের জলে ভাসে।

ডেপুটি জেলার আসলেন
পাশে বসলেন
বললেন-
" মুক্তি দিলে আপনি খাবেন"?
দুর্বল শরীর
তবু বজ্রকন্ঠ-
মুক্তি
কিম্বা মৃত্যু।

বড্ড বেশী
বড্ড বেশী ভালবেসেছিলে বাঙালিকে
তোমার জন্মভূমিকে-
প্রাণের বাংলাদেশকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন: দিন ঝরে পড়ে নীরবে
রাত ঝরে পড়ে নিঃশব্দে
কথা বলার শক্তি নিঃশেষ
কারাগারের লৌহ শলাকা চোখের জলে ভাসে।

কবিতা খুব ভাল লাগল। দারুণ কথামালা। ধন্যবাদ

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৭

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.