|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
একবার
আমার এই হাতে রাখো তোমার হাত-
করতলের মাঝে করতল;
রাখো হাত
এই নীল আকাশের নীচে,
এই বকুল গাছকে সাক্ষী মেনে।
অনুভব করছো কী
পৃথিবীর সব ভালবাসা?
না এমন নয়
যারা আছে বসে
আমাদের চারপাশে
জড়াজড়ি করে
শরীরী উত্তাপ মেখে।
আমার হাতে রাখো তোমার হাত
শান্ত মনে
ভালবেসে।
চল যাই-স্বপ্ন মাঝে
রক্তস্রোতে গোলাপ ফুটিয়ে।
দেখো চেয়ে-প্রজাপতির অপরুপ সুন্দর ডানা
সবুজের মায়া
আর শোন
হৃদয়ের ভালবাসা।
শোন-বাতাসের কানাকানি
শুদ্ধ ভালবাসার ফিসফিসানি
এসো বলি-
ভালবাসি
তোমাকে; যেমন ভালবাসি
এই পৃথিবীকে;
এই জীবনকে
আর আমাদের সময়কে
উপভোগ করি তাড়িয়ে তাড়িয়ে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.