|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কিছুই অজানা নয়
আর লুকিয়ে রাখার নয়
-ইতিহাস? সে কৃষ্ণগহ্বর নয়
যে আলোও প্রবেশ করে পথ হারাবে।
আর আমি নই স্টিফেন হকিং
ব্যাখ্যা করবো- কৃষ্ণগহ্বরে
কিভাবে বস্তুর ভৌত অবস্থা বদলে যায়।
তবে এটা বলা যায়-
তারা নিজেদের কফিনে নিজেরা
পেরেক ঠুকছে-
যারা জাসদ টানতে গিয়ে
হায়েনাকে আড়াল করছে।
যার একক নেতৃত্বে
আর কারশিমায় বদলে যাচ্ছ বাংলাদেশ
তাকে থামানোর উপায় কী-
গৃহদাহ?
পেরেক ঠুকবার আওয়াজ সর্বত্র
নিজেদের কফিনে নিজেরা
পেরেক ঠুকছে!
ইতিহাস?-সে কৃষ্ণগহ্বর নয়।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.