|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শিশু আয়লানের ছবি অথবা
ইয়াজিদি নারীর যৌন নিগ্রহের বর্ণনা
কিলবিল করে সংবাদ মাধ্যমের বদ্ধ জগতে;
আমার হৃদয়ে
মানবতা ডিগবাজি খায়
আর মরুর তপ্তবুকে চড়ে বেড়ায় জানোয়ার।
পুঁজিবাদের পোষা একদল হিংস্র কুকুর
ঝাঁপিয়ে পড়ে মানুষের উপর
ইতিহাসের উপর
ঐতিহ্যের উপর।
ধর্মের শানিত দন্তে
লেগে থাকে
মানুষের রক্ত
দুঃখ
বেদনার রুপকথা।
অপরিশোধিত তেলে ঝিকমিক করে মার্কিন মুল্লুক।।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:১২
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:১২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ সব্যসাচী দেউরী ।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:০৪
১০ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:০৪
সব্যসাচী দেউরী বলেছেন: এর কোন মন্তব্য নেই