নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

খোলা জানালায়(পর্ব-৫)

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৮

রাতে ধ্রবই আগে সানিকে ফোন করে।
-শোন,আমাদের এখানে সাংঘাতিক ঘটনা
ঘটেছে।
-কী ঘটলো?
-দীপুকে মোটামুটি জোর করেই শিল্পীর
সাথে বিয়ে দিয়ে দিচ্ছে।
-তা কিভাবে সম্ভব?
-সম্ভব হলো আর কী। পাড়ার মুরব্বী,মেম্বার
,মাস্তান-
পাড়ার মাথা যত আছে, সবার এক কথা দীপু
আর শিল্পীর
মাঝে সম্পর্ক আছে, এই কথা পাড়ায় রটে
গিয়েছে।এখন যাতে
বদনাম না হয় তাই বিয়ে করতে হবে।
-এ কেমন কথা?সত্যি সত্যি দীপু ভাই প্রেম
করতো?
-না তা নয়।তবে শিল্পী এক তরফা ভাবে
ভালবাসত।
-দীপু ভাই কী রাজি?
-ওর মনোভাব হলো বিয়ে কাউকে না কাউকে
করতে হবে,সুতরাং করেই ফেলি।বাপের প্রচুর
সম্পত্তি,ভাগে ভালই পাওয়া যাবে। তাই
রাজি।
-বিয়ে কী লাভ লসের ব্যাপার?
প্রশ্নের কোন উত্তর করেনা ধ্রুব।চুপ করে
থাকে।
-চুপ করে আছো যে?
-ভাবছি।
-কী ভাবছো?
-বিয়ে নিয়ে।লাভ লোকসান নিয়ে।
-কী ভাবলে?
-প্রেমের বিয়ে আবেগের শেষ ধাপ। আর
স্যাটেল ম্যারেজে বিষয় বুদ্ধি জড়িয়ে
থাকে।
-সব প্রেমের বিয়েতে আবেগ বেশী থাকে?
-শোন, এসব কথা থাক।আসল কথা বলি।
এতদিন হয়ে গেলো তবুও কেউ কাউকে
দেখলাম না।এবার দু'জনের দেখা করতে হবে।
সোমবার দীপুর বিয়ে।তুমি খুব সকালে
চলে আসবে।
-আমি কিভাবে আসবো?আমি তো তোমার
এখানে থাকি না।
-দেখ,এতদিন তো বলিনি,তুমি মন খারাপ
করবে তাই।তবে আজ বলছি,তুমি একাই চালাক
নও।
-এ কেমন কথা?
-দেখ সানি,আজ সাত মাস হলো তোমার সাথে
প্রতিদিন কথা বলছি।দেখা হওয়া আর
শারীরিক সম্পর্ক বাদে সব রকম কথাই
দু'জনের মধ্যে হয়েছে।তুমি যদি সোমবার না
আসো তবে আর ফোনে আমাকে পাবেনা।
এই কথা বলে ধ্রুব ফোন বন্ধ করে দেয়।
০৫/১০/২০১৫

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭

ক্রিবিণ বলেছেন: ভায়া এরকম আদদাইন্যা গল্পের শর্ট ইনিংসে কোন রস কস থাকে না... হয় পুরা গল্প দিন নয়তো ইনিংস দীর্ঘ করুন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.