|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ঠিক বারোটায় বেজে ওঠে
ঘন্টা
শীতের নীরবতাকে ভেঙ্গেচুরে।
ঠিক সেই সময় কুয়াশা ঢেকে দেয়
এই শহর-
দিনের ব্যস্ত শহর ।
ঠিক বারোটায়,ঘন্টা বাজা শেষে
পুনরায় নীরবতা আসে নেমে।
ঠিক সেই সময়,কেউ বা আছে
গভীর ঘুমে
কেউ বা স্বপ্নের দেশে।
ঠিক বারোটায়,কোন নবদম্পতি ব্যস্ত শরীরী প্রেমে
মনের আগে শরীর চেনে
শরীরকে।
ঠিক বারোটায়,ঘন্টা বাজা  শেষে
কবিতা কি সুন্দর ভাবে এগিয়ে চলে।
ঠিক বারোটায়, ঘন্টা বাজা শেষে
কেউবা প্রবেশ করে
দুঃস্বপ্নের দেশে।
ঠিক বারোটায়, ঘন্টা বেজে উঠে।
২৪/১০/২০১৫
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.