|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি তোমায় ভালবেসেছিলাম
                      ওই চোখ
                                ওই নাক
                                       ওই ঠোঁট।
আমি অপেক্ষায় থাকতাম
                  তোমার পদধ্বনির
                           তোমার হাসির
                                     তোমার কথার।
আমার অপেক্ষার প্রহর
                  সেকেণ্ডের কাঁটায়
                                 মিনিটের কাঁটায়
                                              ঘন্টায় এসে হতো শেষ।
তোমার বিয়ের সানাই
                 বিসমিল্লা খানের সানাই
                          বেজেই চলে
                                 আমার কানে
                                           সারা জীবন ভর।
আমি ভালবেসেছিলাম তোমায়
                     হয়তো এই জীবনে নয়!
09/11/2015
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.