নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

আমাদের ধূসর পথে

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯


এসো জয়া,প্রিয়তমা,চলো যাই
ওই মেঠো পথ ধরে
সরিষার ঘ্রাণমাখা শিশির সিক্ত সকালে।
ভাবছো-অতদূর, পারবো কি যেতে?
যেতে হবে জয়া,ওই পথ আমাদের আপেক্ষ আছে
পৃথিবীর জন্ম লগ্ন হতে।

ওই সোনা আলো ছড়ানো এই ধূসর স্থান
যতদূর দৃষ্টি যায় তোমার-আমার
শুধু ফসলহীন বিরান মাঠ।আর তার
মাঝে সরিষার ক্ষেত-যেথা মধুলোভী
মৌমাছি উড়িছে হলুদ ফুলেরে ঘিরে।
সকালের সোনা রোদ যাই যাই করে
-আমাদের মত।
কাঞ্চিগ্রামে এই পথ নিরব,নিথর
আর দুটি প্রাণ-তুমি,আমি আর
ঝরাপাতা:ঝরিছে।ঝরিবার সময় বুঝি
আমাদের মত।

কষ্ট পাচ্ছো?ভাবছো আর হাঁটবে কত
এই হাত ধরে।পারি দিলে কত পথ
সাতপাকের পরে,অনন্ত সময়ের মাঝে।
এ চলার শেষ বুঝি নেই।
বেলা শেষের ম্লান আলোয় দেখ চেয়ে
আলো তো নয় যেন আমাদের জীবন-
যাত্রা পথের শেষ সীমানায় দাঁড়িয়ে আছে
ওই আলো।এখনই নামবে আঁধার।
বিকেল তার দিনের সব ক্লান্তি নিয়ে
নিজেকে সঁপেছে সাঁজের নিকটে।

জয়া,প্রিয়তমা মোর,চেয়ে দেখ
কেমন জ্যোৎস্নায় ভাসে ধূসর ক্লান্ত মাঠ।
শীত করছে তোমার?দুটি দেহে আর নেই
উষ্ণতা।আছে শুধু হৃদয়ের উষ্ণতা।
যদি চাও নাও মুঠো ভরে।যদি চাও।

ভাবছো কি এতো?-সন্তানদের কথা।চাওয়া
পাওয়ার হিসাব না মেলার অতীত কথা।
থাক না ওরা জীবনের উৎসবে,ওদের মত
করে।তুমি-আমি আজ জীবনের ধূসর পথে
যাত্রা করেছি শুরু।তাই দেখ চারিদিকে
চাঁদের রুপালী আলো।

প্রিয়তমা মোর,এসো বসি,এই জ্যোৎস্না রাতে
নন্দীগ্রামের এই ধূ ধূ বিরান মাঠে।
এসো বসি দু'জনে,পা দুটি ছড়িয়ে
ধূসর মাটিতে।
এই পথ
এই রাত
আর আমি
আর তুমি
চুপচাপ,নিরিবিলি
জীবনের কোলাহল হতে দূরে
বহুদূরে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

নিমগ্ন বলেছেন: আহাঃ কি সুমধূর।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

কল্লোল পথিক বলেছেন: কবিতা চমৎকার হয়েছে।
নিরন্তর শুভ কামনা জানবেন কবি।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

সুদীপ কুমার বলেছেন: সতত ভালবাসা।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

তার আর পর নেই… বলেছেন: কোলাহল ছেড়ে, চলো যাই বহুদূরে …+

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.