নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের নির্মম রাত

২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬


কালো রাত। সে কেমন?
রাত-সে তো আঁধারের মাঝে লুকিয়ে রাখে
নিজেকে।
তবে?
রাস্তায়যান্ত্রিক দানবের ঘর ঘর
আর
অটোমেটিক রাইফেলের শব্দে
ঘুম ভাঙ্গে ঢাকা শহরের মানুষদের।

আচ্ছা, সেই রাতে ঢাকা কি আক্রান্ত হয়েছিল
কোন বহিঃশত্রুর দ্বারা?
কেন সাঁজোয়া যান রাস্তায়?
সেনাবাহিনী কেন নেমে এলো রাস্তায়?
কেন মার্কিন অস্ত্রের উন্মাদকর্কশ আওয়াজ?

জ্বলছে নীল ক্ষেত,দাউ দাউ করে
চাপিয়ে দেওয়া যুদ্ধের বহ্নিউৎসব!

যে সকল তরুণ প্রাণ ঘুমিয়ে ছিল জগন্নাথ হলে
সেনাবাহিনীর বীর(?)জওয়ানগণ তাদের মেরে
পুঁতে ফেলে মাটিতে।
দার্শনিক চেহারার সদাহাস্যোজ্জল সেই শিক্ষক
তিনিও ঠাঁই পান
ছাত্রদের মধ্যে।

পঁচিশে মার্চের রাত
আর দশটা রাতের মত ছিল?
পাকিস্থানী সেনাবাহিনী শুরু করেছিল
বাঙালী নিধনযজ্ঞ।
আমরা যারা জন্মেছি এই দেশে
দেশ স্বাধীনের পরে
তারা গল্প শুনে শুনে-----------
গল্প?
সত্য নয়?
হ্যাঁ, আজ আমরা জেনেছি-কি নির্মমভাবে
পাকিস্থানী সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল
আমাদের ঘুমন্ত পূর্বপুরুষদের উপর
-রাতের আঁধারে!

কি বিভৎস হত্যাকান্ড!
কেমন বর্বর ছিল তারা
ওই কাপুরুষ পাকিস্থানী সেনাবাহিনী
যারা পঁচিশে মার্চের রাতে
হত্যা করেছিল আমাদের ঘুমন্ত পূর্বপুরুষদের।

০৭/০৩/২০১৬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

বিজন রয় বলেছেন: কালোরাত আর না আসুক।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.