নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

খেলার স্থানটি শূণ্য হয়ে আছে

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২২


ছিল বুঝি খেলিবার ছল
-পত্রলিখা,পত্রলিখা খেলা!
আমায় বলেছিলে-আমি দিলাম
এবার তুমি দাও,আমাকে।
ভাঁজ খুলিবার কালে
বলেছিলে-না,এখানে নয়
আগে আমাকেও দাও
আমারি মতন পত্র একখানা,
জাননা বুঝি-এ হলো পত্রলিখা,পত্রলিখা
খেলা।

সে কতকাল আগের কথা
বুক পকেটে রেখেছিলাম ওই পত্রখানা
খেলিবার কালে,
পড়ে দেখা হয়নিকো আর
সে সময়ে।

তারপর কত সময়ের চিতা
জ্বলেছে প্রখর রোদে;
কত সময়ের মালা
গাঁথা হয়েছে নক্ষত্র ভরা রাতে।
কোন এক বসন্তের কালে,কাছে এসে
রাঙা মুখে বলেছিলে-
ওই সেদিন,খেলিবার দিন,যে চিঠিখানা
দিয়েছিলাম তোমারে,
পড়েছিলে?
কি বলিব?কি বলা যায়?
ভাবিবার কালে-সে রেগে বলে
হায়!চিরকাল,তুমি বাচ্চা ছেলেই রয়ে

গেলে।

তারপর একদিন,জয়া,সিঁথিতে সিঁদুর পড়ি
চলে গেলো-খেলার স্থানটি খালি রেখে।

২৮/০২/২০১৬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৫

বিজন রয় বলেছেন: কেউ চলে গেলে শূণ্যতা আসে।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.