![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়
তারে বলি কেমনে
ভালবাসি।
আকাশ,সে তো খুব সহজে বলে
আজ তার মুখ ভারী
তাই মেঘ জমেছে তার সুনীল বুকে।
ও আকাশ
থেকোনা গো মুখ ভার করে।
আমার প্রেয়সী
তোমার নীল রঙে মোহিত হবে
আর সেই ক্ষণে
আমি বলতেই পারি
ভালবাসি।
হায়
তারে বলি কেমনে
ভালবাসি।
আবীর,তুমি কেন দেখা দাও
শুধু হোলির উৎসবে,
দাও রাঙিয়ে তার হৃদয়
আর আমি সেই ক্ষণে
তারে বলি
ভালবাসি।
১৯/০৪/২০১৬
©somewhere in net ltd.