নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

পাথরকুচি

০৯ ই জুন, ২০১৬ রাত ১২:৩৮

প্রথম প্রহরে
তোমার সাথে যখন দেখা হয়
আমি তোমার চোখে চোখ ফেলতে
পারছিলাম না।
একরাশ লজ্জা এসে
দাঁড়িয়ে ছিল আমাকে ঘিরে
আর আমার মন বলছিল-হ্যাঁ,
একে আমি চিনি
যুগ যুগ ধরে চিনি।
কিশোর বয়স তখন আমার
তাই সাহস হয়নি-
"তুমি সেই মেয়ে,যাকে আমি ভালবাসি"
বলবার।

দ্বিপ্রহরে
গোলাপের ঘ্রাণে
তুমি এসেছিলে কাছে
আমার মন বলেছিল- ওকে এবার বলো
"তুমি সেই নারী,যার জন্য অপেক্ষায় আছি
শত সহস্র আলোকবর্ষ,
ভালবাসার আহ্নিক গতি
থমকে গিয়েছিল রাজপথের
মিছিলে,রাজনীতির অন্ধকারে।

গোলাপ ঝরে পড়েছে
শাখায় শাখায় নতুন পত্র পল্লবিত হয়েছে
-গোলাপ ফুটেছে
আবার ঝরেছে।

ভালবাসার গোলাপ সে তো আমার হাতেই
কতযুগ ধরে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৬ সকাল ৯:১৯

ওলিনোমান বলেছেন: সে গোলাপ কি এখনো শুকায়নি?
আপনি ভালো থাকবেন, ভালো লাগলো
আপনার কবিতা, +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.