নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতের গল্প

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৮

-এবার তুমি উপরে আসো।পল্লব আদুরে গলায় মিমিকে বলে।
-না,আমি আজ নীচেই থাকবো।আর দেখবো আকাশের মাঝে মেঘ কিভাবে দোলে-সোহাগে।মিমি চোখ বুঁজে থেকেই বলে।
পল্লব নেমে আসে।শুয়ে পড়ে মিমির পাশে।মিমি হাসতে হাসতে উপরে উঠে পজিশন ঠিক করে নিয়ে বসে।
পল্লব মৃদ আলোয় মিমির অপার্থিব্য মোহনীয় রুপ উপভোগ করতে থাকে।
-আমি উপরে উঠলে তোমার স্থায়িত্ব কমে যায়।
-আমি কেন পৃথিবীর সব পুরুষ মহাপুরুষের একই অবস্থা হয়।আর শোন,একবার রাধা গিয়েছিল বিপরীত বিহারে ।আর শ্রীকৃষ্ণ কাবু হয়ে গেলেন।কৃষ্ণ বলে কথা।যিনি ষোলশো গোপিনীর সাথে রাসলীলায় দক্ষ তিনি কিনা রাধার নিকট এতো অল্প সময়ে পরাস্থ হয়ে গেলেন।তবেই বোঝ আমি কোন স্যার।
পল্লবের কথা শুনে মিমি হাসতে হাসতে পল্লবের বুকে শুয়ে পড়ে।পল্লব ভাবে কত অল্পতেই মানুষ খুশি হয়।আনন্দিত হয়।আজ সন্ধ্যা হতেই মিমির মুখে আষাঢ়ের মেঘ জমেছিল।আর এখন সেই মুখে নীল আকাশে আলোর খেলা চলছে অবরিত।মানুষ হয়তো নিজেই জানেনা সে কিসে খুশি আর কিসে অসুখী।
-আজ তুমি মুখ লুকাবেনা আমার বুকে।আমি দেখতে চাই শেষ সময়ে তোমার মুখে অনুভূতি কেমন করে খেলা করে।
পল্লব টেনে নেয় মিমির মুখ।গভীর চুম্বন করে ঠোঁটে।–আচ্ছা দেখো।

চুপচাপ শুয়ে আছে পল্লব আর মিমি।আলো নিভিয়ে দিয়েছে।জ্যোৎস্নার মায়াবী আলো জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে তারা।আচ্ছা,তারা কে কি ভাবচ্ছে তারা কি জানে?ধরে নিই ওই জ্যোৎস্নার মায়াবী যে আলো ঘরে খেলা করছে সে জানে।প্রথমে দেখা যাক পল্লব কি ভাবছে?পল্লবের চিন্তায় তার আর্থিক অনটন।কিভাবে সংসারটাকে টেনে নেবে।আগামীদিনগুলি কেমন কাটবে?পল্লব মিমির বুকে মুখ ডুবিয়ে ভাবছে জীবনের রুঢ বাস্তবতার কথাজ্যোৎস্নার আলো খেলা করে মিমির সুন্দর মুখের উপর।মিমি পল্লবের মসৃণ চুলে বিলি কাটছে আর ভাবছে মানুষ কেন পরকীয়ায় মত্ত হয়।
-শোন,মানুষ পরকীয়া কেন করে?মিমি পল্লবকে প্রশ্ন করে।
পল্লব মিমির বুক হতে মাথা বের করে।ঠিক হয়ে বিছানায় শোয়।
-আমি কি পরকীয়া করেছি যে আমি জানবো?পল্লব উত্তর করে।
-আমরা যেমন আনন্দ পাই,তেমন আনন্দ ,তেমন সুখ ওরা পায়?
মিমির প্রশ্নের কোন উত্তর করেনা পল্লব।তবে প্রশ্নটা মাথায় ঘুরপাক খেতে থাকে। কিছুক্ষণ চুপচাপ থাকে মিমি।তারপর ফের প্রশ্ন করে
-কি,উত্তর করলে না?
-না, ভাবছি।আমার মনে হয় আমাদের মত;অর্থাৎ আমরা যারা বিবাহিত, তাদের মত সুখ,আনন্দ পাওয়ার কথানা।তবে দু’জনের মধ্যে ভালবাসা কমে গেলে কিম্বা না থাকলে অঘটন ঘটতে পারে।
-অঘটন?
জ্যোৎস্না খেলা করছে দুটি ঘুমন্ত নর-নারীর মুখের উপর।মায়াবী জ্যোৎস্না।কোন মায়ায় বাঁধে সে মানুষের মন?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৫

*পড়ুয়া* বলেছেন: ভালই লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.