নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

আয়না দেয়াল

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৮


বীরত্ব একটি রোমান্টিক শব্দ
যার প্রেমে পড়ে যাই আমরা সবাই।
সমাজের যে মানুষটি ফুলকুঁড়ি সংগঠনকে অর্থ সহায়তা দান করে
আর আমরা ভাবছি-ফুলকুঁড়ি?-ও তো শিশুদের সংগঠন
আমরা হয়তো ভুলে যাই মা সাপের কথা
ভুলে যাই সাপের ডিম ফুটে সাপই বের হয়।
আমরা বোকা!কিম্বা অভিনয় করি বোকার।

জিহাদ আমাদের ভাবায়,মোহগ্রস্থ করে
তোমাকে-আমাকে
আমাদের সবাইকে।

জেনেটিক মানচিত্র আমাদের বলে দেয়
একটি পরিবারের বংশ ইতিহাস
আর যে মানচিত্রে স্পষ্ট উল্লেখ থাকে
পাকিস্থানী চেতনার;শিক্ষা কিম্বা বামপন্থা
তাদের খোলস মাত্র
সময়ে ঝরে পড়ে কলেবর বৃদ্ধির জন্য।

বাংলার ইতিহাস রক্তাক্ত ইতিহাস
স্বদেশ প্রেমের ইতিহাস
জাগরণের ইতিহাস
বিশ্বাসঘাতকতার ইতিহাস
পিতৃহন্তার ইতিহাস।
এই ইতিহাসে বার বার ফিরে আসে একাত্তরের গৌরবগাঁথা
ফিরে আসে এদেশীয় পাকিস্থানী দালালদের বর্বরতার কথা।

মৌলবাদ যা এতদিন লুকিয়ে ছিল
সমাজের আনাচে কানাচে
চুপিসারে
তা এখন সরব-পেট্রোল বোমায়,চাপাতিতে,গ্রেনেডে
অটোম্যাটিক রাইফেলের শীতল রোমান্টিক ট্রীগারে।

জবাইকৃত পুরোহিতের লাশ
লেখকের লাশ
মুখ থুবড়ে পড়ে থাকা হবু বিদেশিনী মাতার লাশ
কিম্বা একটি সফল অভিযান শেষে
পড়ে থাকা জঙ্গীদের ঘৃন্য লাশ
পার্থক্য কোথায়?
লাশ তো লাশই-
ঝরে পড়া মানব শরীর।

রাতে টকশোতে বিবেক বিক্রি করা মানুষ,
সাংবাদিকের সামনে পড়ে যাওয়া ভণ্ড রাজনীতিবিদ
আর মুখোশধারি সাংবাদিক যখন কথা বলে
তখন মুখগহ্বর হতে বেরিয়ে আসে ভাগাড়ের পচা কটু গন্ধ।
ভাগাড়ের ঘেওনেড়ী কুকুর চায়ের দোকানের পাশ দিয়ে যেতে
নিজেকে প্রশ্ন করে ওর সাথে ওই মুখোশপড়া মানুষদের পার্থক্য কি?


শিয়ালের সমবেত সংগীতে
জনগণের কন্ঠ বড্ড বেসুরে
-এসো ভরপেট ভাত খাই
আর দুপুর ভর ঘুমাই।

বীরত্ব একটি রোমান্টিক শব্দ
যার প্রেমে পড়ে যাই আমরা সবাই
আর স্মৃতিভ্রষ্ট হই
বারবার
বারবার।

29/07/2016

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২১

জেন রসি বলেছেন: বেশ বাস্তব চিত্র তুলে ধরেছেন।

++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.