নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

একজন মুজিবের জন্য

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৮


কোন কবিতা নয় আর
নয় কোন মেলা ওই অক্ষরের
হৃদয় চিড়ে বেদনার্ত রাতের
কষ্ট গাঁথা পড়ছে চুঁইয়ে

সুবিশাল বক্ষে বড্ড মমতা ছিল যে তার
তাই সয়ে নেয় সেই নিষ্ঠুর আঘাত
বাঙলার সোঁদাগন্ধ মাটি তাকে ভালবেসে
কাছে টেনে নেয়; বলে -আয় খোকা
আয় আমার কোলে,অনেক রাত জেগেছিস
আমাকে ভালবেসে,এবার না হয় ঘুমিয়ে নে আমার বুকে
তুই ঘুমো
আমি গান গাই তোর জন্যে-
খোকা ঘুমোলো পাড়া জুড়ালো
বর্গী এলো দেশে

কোন কবিতা নয় আর
অক্ষরের পর অক্ষর সাজিয়ে
দূর্গ তৈরি নয় আর
বজ্রকন্ঠ বয়ে নিয়ে চলে বিষণ্ণ সময়
বাংলার জন্যে
বাঙালীর জন্যে বড্ড বেশী মায়া ছিল তার
হৃদয় চিড়ে তাজা রক্ত ঝরিয়ে
দাম দিয়েছিল বাঙালিদেরকে ভালবাসার

বিষণ্ণ সময়
দুঃখী রাত
বিষণ্ণ সকাল
উদাস দুপুর
অসহায় নিঃসঙ্গ বিকেল
তার পথ পানে চেয়ে আছে
অপেক্ষায় আছে সাতই মার্চের সেই উদ্যান
সেই মুক্তি পিয়াসী জনতা
ক্ষমা

ক্ষমা চায় তারা
তাদের চরম ব্যর্থতার জন্যে

কোন কবিতা নয় আর
নয় কোন মেলা অক্ষরের

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৬

অতৃপ্তচোখ বলেছেন: খুব সুন্দর লাগলো, মনে হলো বাঙালি মরেনি বেঁচে আছে
মুজিব ঘুমায়নি জেগে আছে আমার স্বপ্নের সারা বাংলাদেশে।

লেখককে অসংখ্য অভিনন্দন

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৭

সুদীপ কুমার বলেছেন: ভালবাসা জানালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.