নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

শুক্রবারের সকাল যেমন করে আসে

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৩


সকালের প্রথম আলো যখন স্বাগত জানায়
প্রথমেই বাতাসের ঢেউ ভাসিয়ে নিয়ে আসে শীতলতাকে।
জানালার কাঁচে কুয়াশার জলজ প্রেম আর স্থবির বৃক্ষের ডালে কাকের স্থবিরতা
একটি অচঞ্চল দিনকে আমার সামনে এনে দেয়-
আজ শুক্রবার। ছুটি।ছুটি। ছুটি।
এই মস্তিষ্ক যা কিনা প্রখরতা প্রদর্শন করে কর্মব্যস্ত দিনে
সেই একই মস্তিষ্কে অলসতার নিরব মিছিল চলেছে আজ।

অলস কাক,ওই স্থবির বৃক্ষের ডালে এক অলস সময়ের কোলে
আমার অচঞ্চল দুই নয়নে।
আঃ,কি আশ্চর্য! একই মস্তিষ্ক কখনও চঞ্চল
কখনওবা অচঞ্চল।
একই হৃদয়- কখনও প্রেমে পরিপূর্ণ
কখনওবা বিদ্বেষে পরিপূর্ণ।
একই হাত কখনও গড়ে,কখনওবা ভাঙ্গে।
একই নয়ন- কখনও হাসে,কখনও কাঁদে।

সকালের প্রথম আলো,একটি অলস দেহ,আর একটি স্থবির সময়
মস্তিষ্কে বইতে থাকে মৃদ হাওয়ার ঢেউ হয়ে-
আজ শুক্রবার।

০৬/০১/২০১৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.