নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

হৃদয় রাজ্যের অলি গলি(২ য় কিস্তি)

২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫


মিটিং রুমে পিন পতন নিরবতা।অমলেশ ফাঁকা দৃষ্টিতে চেয়ে থাকে সবার দিকে।সবার দৃষ্টিও অমলেশের দিকে।
-তোমাদের স্যার আর আমাদের সাথে নেই।ন্যাশনাল সেলস ম্যানেজার বলে যায়।
-তাহলে উনি কোথায় যাচ্ছেন?আচমকা প্রশ্ন করে বসে এক এম পি ও।
-অন্য কোন কোম্পানীতে ডেপুটি সেলস ম্যানেজার হিসেবে।অদ্ভুদ হেসে সেলস ম্যানেজার বলে।
-উনি অত্যন্ত সৎ ও কাজ জানা লোক বলেই আমরা জানি।উনার চাকুরী যাবে কেন?যাবার প্রশ্নই আসেনা। উঠে দাঁড়িয়ে হারুন বলে ।
সেলস ম্যানেজার কথা ঘুরিয়ে ফেলেন।মিটিং এর অন্য এজেন্ডায় চলে যান।
মিটিং শেষে সেলস ম্যানেজার অমলেশকে তার হোটেল রুমে নিয়ে যায় আর আশস্ত করে অমলেশকে এই বলে যে ওকে প্রোভাইড করা হবে।তবে এটাও জানান এই মূহুর্তে কোথাও ফাঁকা নেই।অপশন খোঁজা হচ্ছে। অমলেশ তার স্যারের কাছ হতে বিদায় নিয়ে হোটেলের নীচে আসে।হোটেল লবীতে ওর জন্যে অপেক্ষা করছিল এরিয়া ম্যানেজার সালেহীনসহ অনেক এম পি ও।সবার একটাই প্রশ্ন পোষ্টিং কোথায় হলো।অমলেশ সবাইকে বলে,আসলে সে জানেনা।তারপর বিদায় নিয়ে চলে আসে। রাস্তায় ওর মাথায় একটি প্রশ্নই ঘুরতে থাকে-চাকুরী আছে না চলে গিয়েছে।বাড়িতে ঢোকার আগে ও নিজেকে খুব দৃঢ় রাখার চেষ্টা করে।কারণ ও জানে, ও যদি ভেঙ্গে পড়ে তবে ওর মা এবং দীপাও ভেঙ্গে পড়বে।অমলেশের মায়ের এর আগে একবার স্ট্রোক হয়েছে।অমলেশ চায়না মা কোন কিছু নিয়ে টেনশান করুক।আর ছোট মেয়ে জন্মের সময় হতে দীপার হাইপার টেনশান।
-বাথরুমে গরম জল দেবো ?দীপা প্রশ্ন করে অমলেশকে।
-দাও।
-কোথায় দিলো জানতে পারলি?মা জানতে চায় অমলেশের কাছে।
-সিলেট হওয়ার সম্ভবনা আছে।
-আবার সিলেট !
-মা,মন খারাপ করোনা।চাকুরীটা থাকুক।
-বাবা,আমি স্কুলে ভর্তি হবো কবে? অমলেশকে বড় মেয়ে অন্তরা প্রশ্ন করে।
-দেখি বাবা।পোস্টিং হবে যেখানে সেইখানকার স্কুলে তোমাকে ভর্তি করতে হবে তাই বগুড়ায় আর ভর্তি করাবোনা।
-আচ্ছা বাবা। মেয়ে জবাব দেয়।

অমলেশ টেপ ছেড়ে দেয়।মেয়ের কথাটা বার বার মনে হতে থাকে।আর ভাবতে থাকে,কত বড় অপদার্থ পিতা।একটি কোম্পানীর রিজিওনাল প্রধান হওয়ার পরও মেয়েকে স্কুলে ভর্তি করাতে পারছেনা।অমলেশ স্নান করতে শুরু করে ।ওর চোখের জল আর স্নানের জল মিলে মিশে একাকার হয়ে যায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

আবিদা সিদ্দিকী বলেছেন: মনের উপর জোর খাটিয়ে চাকরি করা বড়ই কষ্টের। প্রতিমুহূর্তে নিজের সাথে আপোস করা কঠিন। মাস শেষে বাড়িভাড়া, বাচ্চার পড়াশোনার জন্য অনেকেই এইভাবে আপোস করে যাচ্ছে!

২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

আহা রুবন বলেছেন: বেশ আগ্রহ কেড়েছে। মনে হয় ভাল কিছু পাব। প্রথম পর্ব পড়িনি, খুঁজে পড়তে হল। হয়ত অনেকেরই এমন হবে তাই বলি প্রতি পর্বেই আগে, পরের পর্বের লিঙ্ক দিয়ে দিন। পাঠকের সুবিধে হবে। আর একটি কথা--বাক্যের দাঁড়ির শেষে স্পেস না দিয়ে নতুন বাক্য শুরু করছেন, এতে চোখের কষ্ট হয়। আশা রাখি পাঠকের সুবিধে-অসুবিধে বিষয়টি মাথায় রাখবেন। শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.