নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

জীবনের গান

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৪০




পাশাপাশি তারা,আমি বসলাম তার একটিতে
আমার মনে হলো এটিই উপযুক্ত স্থান , এই স্থানের নির্জনতাও
সেই কুপরামর্শই দিয়েছিল ।রেল গাড়ির আর্তনাদ আমাকে বললো-বোকা মানুষ,
চোখে যা দেখছো ,তাও বিশ্বাস করোনা কেন ? মিলন ছাড়াও ভালবাসা হয়।
ভালবাসা যায় ।

সেদিন আর আত্মহত্যা করা হয়ে উঠেনি ।

দিন হারিয়ে ফেলে নিজেকে । রাত ছিল জগদ্দল বোঝা
ভালবাসা হারানোর যে কি তীব্র ব্যাথা : যেন সহস্র তরবারি বিদ্ধ হচ্ছে হৃৎপিন্ডে;
যে হারিয়ে ফেলে সেই জানে।

আত্মহত্যার দ্বিতীয় প্রচেষ্টাও ব্যার্থ হয় ।

জন্ম সময় আমাকে প্রশ্ন করে-কেন এতো বিতৃষ্ণা তোমার ,জীবনের প্রতি ?
বিরহ আসবেই । মাতৃ জঠর হতে না বেরুলে মাকে পেতে ?
পেতে কি মাতার ভালবাসা?
মৃত্যু উপহাস করে বলে-যে বন্ধনে একদিন তুমি আবদ্ধ হবেই
তা নিয়ে কোন তাড়াহুড়ো মানায় না তোমার ।

এরপর, ভালবাসা ফিরে আসে-
নীল আকাশের বিশালত্বে-
ফসলের শ্যামলীমায় ,পর্বতের সৌন্দর্যে-
মানুষের নির্মল হাসিতে,
এখন আমি জীবনের পানপাত্রে চুমুক দেই-অল্প অল্প করে।

বেঁচে থাকাই জীবনের চূড়ান্ত সার্থকতা ।

০৪/০৩/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.