নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

কল্পনার কথা বলছি

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৩



সাগরের নীল বুকের ঢেউ কেটে এগিয়ে আসা কার্ল ভিনসন নিয়ে
সাগরের বাসিন্দাদের কোনই মাথা ব্যাথা নাই
ওহ,মাথা ব্যাথা হবে কেন
ওদের তো চিন্তা করার শক্তিই নাই
এই যেমন সামুদ্রিক প্রবাল।
সমুদ্রের গভীরে সাঁতরিয়ে বেড়ায় যে হাঙ্গর,শিকার পাবার পরই সন্তুষ্টি তার
সে জানে না রাজনীতি
সে বুঝে না অর্থনীতি।

ক্ষেপনাস্ত্র সজ্জিত কার্ল ভিনসন,তুমি কি চিন্তা করো?
আমি হয়তো ভুলেই গিয়েছিলাম,তুমি একটা জড় পদার্থ
তোমার বুকে দাঁড়িয়ে আছে যে সৈন্যটি,- মার্কিন সেনাবাহিনীর সদস্য
কেন তার সমর সজ্জা আজ?- সে তো হুকুমের গোলাম,
সেও হয়তো জড় পদার্থ,জাহাজের মত।

কার্ল ভিনসন,তুমি উড়িয়ে দাও শত শত ক্রুজ ক্ষেপনাস্ত্র,ওই সুনীল আকাশের বুকে
আর বিস্ফোরিত হোক ও গুলি সশব্দে
আর আগুন নয়,ফুল ঝরে পড়ুক
প্রতিটি বিস্ফারিত ক্ষেপনাস্ত্রের বুক হতে।
জানি, স্বপ্ন,সব স্বপ্ন।
মানুষইতো স্বপ্ন দেখে,ঘুমের ঘোরে নয়,জেগে জেগে
আমিও স্বপ্ন দেখতে চাই
যুদ্ধক্ষেত্রে বিস্ফোরক নয়,পুষ্প বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়।

২৬/০৪/২০১৭

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.