নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

দুটি কবিতা

২১ শে মে, ২০১৭ রাত ১১:৪১

বিক্ষোভ


কবির হাতের কলম প্রতিবাদ জানায়
প্রতিবাদ করে সাহিত্যিকের চিন্তা-চেতনা
অক্ষর যত ছিল পত্রিকার পাতায় পাতায় ,তারাও প্রতিবাদে নেমে যায়
প্রতিবাদ করে ধর্ম গ্রন্থের প্রতিটি পাতা
প্রতিবাদ করে পুরোহিতের গায়ের নামাবলী,টিকি
প্রতিবাদ করে মোল্লার মাথার টুপি,দাঁড়ি
তারা বলে তোমরা আমাদের অপব্যবহার করোনা।

শিক্ষকের নীতি,সুশীলের সুশীলতা মিছিলের পর সমাবেশে একত্রিত হয়
দাবী জানায়-আজকের পর আর কোন ব্যবসা হবেনা তাদের দিয়ে।


মৌসুম


হ্যাঁ তারা চিত্রকল্প তৈরি করেছে
আর তা সুন্দর ভাবে পরিবেশন করে চলেছে
আমাদের দীর্ঘ দিনের ক্ষুধার্ত মস্তিষ্কের কাছে
আর আমরা সাগ্রহে তা গিলছি,যেন কোন দুর্ভিক্ষ কবলিত দেশের নাগরিক।

আর কতদূর নির্বাচন?( জনগণের দ্বারা নির্বাচিত সরকার!)
আমাদের দৃস্টি সীমায় চলে এসেছে নির্বাচন
পত্রিকার পাতাগুলি রাতের বেশ্যার মত নিজেদের সাজিয়ে নিচ্ছে চটকদার খবরে
বাটপার সুশীল সমাজ ঘুম থেকে উঠে হাই তুলছে, ভাবছে কিভাবে সাজাবে লেখাকে
টাকার স্রোত ধাবিত হতে শুরু করেছে পত্রিকার কালো অক্ষর লক্ষ্য করে।

আমাদের দীর্ঘ দিনের উপোসী মস্তিষ্ক পুরোপুরি প্রস্তুত খবর গ্রহণ করতে
বহুল আলোচিত,বহুল প্রচারিত পত্রিকার সম্পাদক নিজেকে তৈরি করছে
কত দামে বিক্রিয় করা যায় প্রতিটি মুখরোচকবারবণিতা সংবাদকে।

হ্যাঁ,সামনে ব্যবসার মৌসুম,খবর বিক্রয়ের দুর্দান্ত মৌসুম।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৭ রাত ১২:০৫

নাগরিক কবি বলেছেন: ভাল।

২২ শে মে, ২০১৭ রাত ১১:১১

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি।

২| ২২ শে মে, ২০১৭ রাত ১২:৪২

একটি বালুকণা বলেছেন: //
ভাল লাগল

২২ শে মে, ২০১৭ রাত ১১:১২

সুদীপ কুমার বলেছেন: সতত ভাললাগা।

৩| ২২ শে মে, ২০১৭ রাত ১:১০

সাগর কর্মকার বলেছেন: হ্যা ভাই ।

২২ শে মে, ২০১৭ রাত ১১:১২

সুদীপ কুমার বলেছেন: কি ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.