নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা ও প্রশ্ন

১৮ ই জুন, ২০১৭ রাত ১২:০৮



রাতের খাওয়া শেষ
অনেক গল্প হলো,আলাপ হলো,এরপর ঘরের আলো নেভানো হলো
মেয়েটি বলে- চল জানালায় গিয়ে দাঁড়াই
বর্ষার জলে জ্যোৎস্নার অবগাহন দেখতে খুব মন চায়,
জানো ভরা বর্ষায়, পূর্ণিমা রাতে বাবা আমাদের নিয়ে নৌকা ভাসিয়ে দিতো বিলের জলে
আমি মুগ্ধ হয়ে দেখতাম জ্যোৎস্নার আলোর সাথে জলের গভীর প্রেম।
ছেলেটি চুপ করে থাকে,এরপর এগিয়ে আসে
অনিচ্ছুক এক জোড়া ওষ্ঠ আবিষ্কার করে নিজের ঠোঁট জোড়ায়।
ছেলেটি বলে- ওই জানালা দিয়ে জ্যোৎস্না দেখা যায়না
তবে ছাদে যাওয়া যায়,তুমি চাইলে।
না, থাক- মেয়েটি বলে।
তবে চলো বিছানায়,বলে ছেলেটি জড়িয়ে ধরে তাকে
আড়ষ্ঠ একটি শরীর ধরা দেয় ছেলেটির দুই বাহুর মাঝে।
আচ্ছা আজ রাত আমরা কাটিয়ে দিতে পারি গল্প করে
মেয়েটির কথা শুনে ছেলেটি শিথিল করে হাতের বন্ধন।
কি চায় ছেলেটি, মেয়েটি বুঝতে পারে
তবে ইচ্ছা হয় একটু সময় গল্প করে কাটাতে, রাতের আকাশ দেখতে
হাতে হাত রেখে রাত কাটিয়ে দিতে,বলতে ইচ্ছা করে-
ভালবাসি তোমাকে,আমাকে শুধু জড়িয়ে রাখো তোমার দু'বাহুর মাঝে
শুনতে ইচ্ছা করে- ভালবাসার কথা,ছেলেটি বলুক তাকে।

মেয়েটি নতুন বউ,শিখিয়ে পড়িয়ে দিয়েছে সবাই তাকে,বুঝিয়ে দিয়েছে কি হবে আজ রাতে
তবে কেউ বলে দেয়নি, বলিস তারে - ভালোবাসি।

১৭/০৬/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.