নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

নাগরিক

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৯




তুমি যেমন পছন্দ করো
সুন্দর জীবন।
সুন্দর!
খোলা আকাশের নীচে প্রেয়সীর হাত ধরে চুপ করে বসে থাকা
জ্যোৎস্না রাতে চন্দ্রবিলাস
শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে বসে ঢাকা শহরের জ্যাম নিয়ে ফেসবুকে কথার জাল বুনে চলা
নিরাপদ দূরত্বে থেকে সমালোচনা করা।

দুর্ভাগ্য
তীব্র গরমে ১০/৬/৮ নম্বর বাসে ঝুলে ঝুলে বাড়ি ফেরা
ঠিক অফিস ছুটির পর।–ঢাকা শহরের বুকে

একজোড়া জুতো
ফোঁটা ফোঁটা রক্ত তাতে
ছোট্ট নরম দেহ পিসে দিয়েছে। যন্ত্রদানব! -আমাদের সীমাহীন কাংখিতলোভ।
বিচ্ছিন্ন হাত, দুটি বাসের মাঝে
পত্রিকার পাতার প্রশ্ন ভরা দু’ নয়ন,- আমাদের দেখছে।

হাতহীন একজন মানুষ।সন্তানহীন একজন পিতা
আর বন্ধ্যা সময়ের একজন নাগরিক
আচ্ছা
সময় কি বন্ধ্যা হয়
অথবা হতাশ

সবাই সুন্দর চায়
সুন্দর জীবন চায়
সুন্দর রাষ্ট্র চায়
সুন্দর বৌ চায়
এ বাবা!আপনি হাসলেন
হাসবেন না।আমিও নাগরিক।এ দেশের
আমি সবকিছু সুন্দর চাই,আমার জন্যে।তবে নিরাপদ দূরত্ব বজায় রেখে
নিজেকে তো আগে বাঁচাতে হবে।সুন্দর রাষ্ট্র কেউ না কেউ গড়বে
আমাদের জন্যে।

বাসগুলি অনড় শুয়ে আছে জ্যামের মাঝে
দুর্নীতিবাজ নাগরিক শুয়ে আছে নিরাপদ দূরত্বে
সীমাহীন
লোভ
নব্যধনী
আর আহ্লাদে আটখানা লাল সবুজের পতাকা
আর দুর্নীতির লোভনীয় শরীর গিলে খায় নাগরিক জীবন।

৩১/০৭/২০১৮

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:
এটা পত্র, কি পত্র?

২| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.