নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

কুকুর

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬




যখন রাত নামে,অন্ধকার যখন পুরুষ্ঠ হয়
ঠিক তখন টের পাওয়া যায়
কারণ সিগারেট জ্বলে উঠে,গ্লাসে গ্লাসে ঠক্কর লাগে
আমি দেখি
শব্দ শুনি।
না, তারা নেশা করার পর কোন শোরগোল করে
না, মাতলামো করে এই গভীর রাতে।

যখন দিনের আলো ফোটে
ওই লোকগুলো ভদ্রলোক তকমা লাগিয়ে নেয় গায়ে

যখন দিনের আলো ম্রিয়মাণ
লোকগুলো ভক্তের তকমা মেরে নেয় গায়ে

আমি রোজ সিদ্ধেশ্বরী মন্দিরে দাঁড়িয়ে থাকতে দেখি-খড়গ হাতে মাকে
আমি প্রণাম করি মাকে-তার চরণে
লোকগুলিও প্রণাম করে মাকে
মা দাঁড়িয়ে থেকে প্রণাম নেন-সবার

দরজাটা বন্ধ করা আছে-বিবেকের।

রোজ সকালে এক বুড়ো কুকুর আসে-মন্দির প্রাঙ্গণে
শুধু সকালে আসে-সাদা রঙের
বিকেলে দেখিনি তারে কোনদিন-সৎ আর পাপী লোকের ভিড় পছন্দ হয়না বুঝি তার।

১৬/০৯/২০১৮

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা নাকি?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭

সুদীপ কুমার বলেছেন: হা হা হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.