নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বহুজন

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৪





সব কয়জনই আমার পাশে ছিল
কাদের কথা বলছি?কমলেশ কিম্বা কঙ্গাবতী?
একজন পুরুষ অথবা নারী।সব কয়জন।
ভালো অথবা মন্দ।তবু বলা যায়
মন্দ নই লোকটি আমি।হয়তো খারাপ কিছু দিক আছে।

আমি হয়তো সেই আয়না যার বহু প্রতিচ্ছবি।

তুমি আমার ভেতরের সব কয়জনের সাথেই মিশতে পারো
যেমন কমলেশ,সোহেল,মনির অথবা এমন আরও অনেক জনের সাথে
অবশ্য তারা কেউ খারাপ নয়
তবে ভেতরের শয়তানের খোঁজ করোনা।

সব কয়জনই আমার পাশ ছিল
আর সবাইকে সাথে নিয়ে চলি।

০৯/০১/২০১৯

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অবশ্য তারা কেউ খারাপ নয়
তবে ভেতরের শয়তানের খোঁজ করোনা।

..................................................................................
ভালো খারাপ নিয়ে আমাদের জীবন ।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২০

সুদীপ কুমার বলেছেন: কথা সত্য

২| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯

হাবিব বলেছেন: লেখার যত্ন নেয়া দরকার

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২০

সুদীপ কুমার বলেছেন: ভালো পরামর্শ।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা। প্রানবন্ত।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২১

সুদীপ কুমার বলেছেন: শুভরাত্রি।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩০

সাইন বোর্ড বলেছেন: মানুষ কোন ফেরেশতা না, তবে যে নিজের ভুল গুলো ধরতে পারে, সে অন্যদের থেকে অবশ্যই আলাদা, তার কাছ থেকে তার মানব জনম কিছু আশা করে আর সেটা কিছুটা হলেও না দিতে পারলে আমি মনে করি সৃষ্টির কাছে তাকে দায়ী থাকতে হয় । আপনার কবিতা পড়ে কথাগুলো মনে আসলো, যে কথাগুলো আসলে আপনাকে উদ্দেশ্য করে না, আমরা যারা একটু হলেও নিজেদেরকে অন্যদের থেকে ভাবনায় কিছুটা আলাদা করার চেষ্টা করি - তাদের জন্য । শুভ কামনা ।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২২

সুদীপ কুমার বলেছেন: সুন্দর বিশ্লেষণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.