| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
কত বসন্ত চলে গিয়েছে, সময়ের রথে চেপে
কত ভালোবাসা জন্মেছে প্রতি বসন্তে।
ভালোবাসা যেন ফসলের মাঠের ভেজা বীজ, সামাণ্য যত্নে
অংকুরিত হয় হেসে খেলে।
 
আমাদের মন?-সে তো পেশাদার
শরীরের মত নয়,-চল্লিশ বসন্ত পার করে আয়নায়  সাদা চুল তার।
এই দু’নয়ন হেসেছে যতবার,ঠিক ততবার কেঁদেছে হারানোর বেদনায়
যত স্মৃতি জমিয়েছে  এ সময়, তত স্মৃতি মুছে গিয়েছে অবলিলায়।
 
রুহীগাঁও 
১০/০২/২০২১
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০২১  রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।