| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
তুমি কি বলবে,আজও কেন তোমাকে মনে পরে
সে কত দিন আগের কথা
তবুও তুমি ফিরে আসো,কেন বলতো?
এ যেন ঠিক আসর ভাঙ্গার পর মঞ্চে উঠে গান গাওয়া।
তুমি কোথায়,আমিই বা কোথায়
তবুও মেঘ-রৌদ্দুর হয়ে খেলছে তোমার স্মৃতি,
কেন এখনও কাঁদায়
এ হৃদয়টাকে বলতো তুমি?  
আগুনে পোড়া ঘরে কেন থাকতে আসো
স্মৃতি বলে?
০৮/০৪/২০২১
 
০৯ ই এপ্রিল, ২০২১  রাত ১১:১২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
২| 
০৮ ই এপ্রিল, ২০২১  রাত ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: বড়ই বেদনা ভারাক্রান্ত কবিতা!
 
০৯ ই এপ্রিল, ২০২১  রাত ১১:১২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০২১  রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: মোটামোটি।