![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত চৈত্রের রোদে হেঁটেছি আমি
কত সবুজের মাঝে খুঁজেছি তোমায়
কত ঝড়ো হাওয়ার কল্পনায় সাজিয়েছি ওই মুখ
সবকিছু বিলীন হয়ে যায়, যখন দাঁড়াও তুমি আমার পাশে।
কত শিশুর হাসিতে খুঁজেছি তোমার হাসি
কত মেঘের ভেলায়
ভাসিয়েছি তোমাকে কাছে পাবার সুখ
সব হারিয়ে যায়, যখন দাঁড়াও তুমি আমার পাশে।
তুমি কাছে এলে
তুমি আমার পাশে থাকলে
সমস্ত পৃথিবী
রঙে রুপে উঠে সেজে।
১৩/০৪/২০২১
১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৩
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
২| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১:১৮
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
দারুণ একটি ভালবাসার কবিত।
মনের মানুষ কাছে এলে বাড়ে জ্বালা
দূরে গেলে হয় গলার মাল!
১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৩
সুদীপ কুমার বলেছেন: হক কথা।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।