নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

লক ডাউন (সিরিজ-৩)

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫০

বিদ্যালয়-
বন্ধ থাক।

কতদিন দেখিনি তোমায় বন্ধু। খেলার মাঠটি শূণ্য পড়ে আছে।
ধুলোর বসত বাড়ি,- লাইব্রেরীর বইগুলোতে ।
কবে খুলবে বিদ্যালয়,বলতে পারো?

বিদ্যালয়¬-
বন্ধ থাক।

জানো বন্ধু,আমাদের দুই জনের মধ্যে যে নীরব প্রতিযোগিতা ছিল, প্রথম হওয়া নিয়ে
তার মধ্যে অনাবিল আনন্দ খুঁজে পেতাম,
কোথায় হারিয়ে গেলো সেই মন?
বাবা বলেনা আর,-পড়তে বস
মাও বলেনা।
পড়তে বসা শব্দটি কেমন যেন গৌণ হয়ে গিয়েছে আজকাল
আর এই মন?-কেমন অস্থিরতা পেয়ে বসেছে তাকে,
কিছুটা অলস বটে,
সময়টা বড্ড স্বার্থপর।
স্যারদের ধমক?-সে যেন অতীতের গর্ভে হারিয়ে গিয়েছে।

বিদ্যালয়¬-
বন্ধ থাক।

পরীক্ষায় না বসেও পরীক্ষায় উত্তীর্ণ!-বিস্বাদমজা এক,

বিদ্যালয় বন্ধ থাক।
লাইব্রেরী বন্ধ থাক।
পরীক্ষা সকল বন্ধ থাক।

আমিও মুখোশ পড়ে আছি আর সাবান দিয়ে হাত করছি পরিস্কার
বার বার।

সুস্থ থাকার স্বার্থে আমিও লুকিয়ে আছি ,- নিরাপদ দূরত্বে,
আর কত কিছুই না দূরে চলে যাচ্ছে আমাদের ফেলে।

সাবান দিয়ে হাত করছি পরিস্কার
বারবার
এই সময়টা বড্ড স্বার্থপর।
১৫/০৪/২০২১

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০২

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.