নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

একদিন মহামারী শেষ হবে

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫৮



আমরা ভুলে যেতে পারি করমর্দন;
এতটুকু সৌজন্যবোধ আমরা ভুলতেই পারি বেঁচে থাকার চেষ্টায়,
তবু কী বেঁচে থাকা যায়?
এক এক করে ঝরে পড়ছে সময়
ঝরে পড়ছে কতনা মূল্যবান প্রাণ
অবশ্য জন্মেছি যখন মরতে তো হবেই।

একদিন মহামারী শেষ হবে
আমাদের পরবর্তী প্রজন্ম জানবে কত প্রাণের অসময়ে চলে যাবার বিনিময়ে
আমরা জেনেছিলাম,-কিভাবে বন্ধ করা যায় RNA ভাইরাসের মিউটেশন ।

একদিন মহামারী শেষ হবে
আবার ঘুরবে প্রগতির চাকা
সচল হবে মিল-কল-কারখানা,
তবে তার আগে আমরা ফিরতে বাধ্য হবো-
মাটির কাছে,-কৃষির কাছে।

একদিন সুন্দর এক সকাল হেসে উঠবে এই পৃথিবীতে
আমরা মেতে উঠবো উৎসবে
আলিঙ্গনে আবদ্ধ হবো একে অপরের সাথে
রাখবো হাতে হাত সুনীল আকাশের নীচে।
জনারণ্যে মিশে যাবো আমরা সকলে

একদিন মহামারী শেষ হবে
আমরা সকলে উড়বো মুক্ত আকাশে
প্রাণ ভরে শ্বাস নিতে ,-মুখোশ বিহীনভাবে।

২১/০৪/২০২১

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: মহামারী শেষ হতে হতে, অনেকেই শেষ হয়ে যাবে। এটাই দুঃখজনক।

২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫৫

সুদীপ কুমার বলেছেন: ঠিক তাই।

২| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: কবিতাটা খুব সুন্দর হয়েছে।

২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫৫

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৩| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩১

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: হয়তো ফিরবো মাটির কাছে, তখন থাকবেনা হয়তো শ্বাস …

২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫৬

সুদীপ কুমার বলেছেন: ফিরবোনা আর...।

৪| ০৫ ই মে, ২০২১ রাত ২:০০

সিগনেচার নসিব বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.