নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৯


শখ ছিল বুঝি হাটে যাওয়ার
কিশোর বেলা-ইচ্ছা ছিল তার মানুষ দেখিবার।
শিববাড়ি পার হলে ধূ ধূ মাঠ
কার্তিকের প্রান্তে পড়ে থাকা ধানের শরীর
দেয় নবান্নের ডাক-
“আয় আয় কাকবলি
ধান খেয়ে যা”।
এরপর কত জল গড়ে তটিনীর বুকে
কত পলি জমে তার পারে
কত রবি চলে গেলো
ভিটে মাটি ছেড়ে
তবুও যাওয়া হলোনা তার সেই হাটে,-মানুষ দেখিবার ছলে।

আজও কার্তিক আসে
আজও হাটে-বাজারে মানুষের ভীড়ে মিশে যেতে যেতে
ইচ্ছাটি মৃদস্বরে বলে-
মাটির সড়কে আজও কি শোন গান-
বাতাসের,সেই আগের মতন?
আজও কি পাও দেখা-
হারানের-
ধুতিপড়া-
নীচুমাথা,শীর্ণ শরীর ছিল যে তার।

সেইসব দিন ভুলে,আইচান মোল্লার মহিষ ফেলে
-আধুনিকতার মায়াবী খাঁচায় বসে
হৃদয় যে খোঁজ করে-সেই কিশোরের-
সঙ্গী ছিল যার শুধু নিঃসঙ্গতা

রুহীগাঁও
১৩/১১/২০২১

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: কার্তিক শেষের দিকে। নতুন মাস আসছে। অগ্রহায়ন। সে খেয়াল আছে?

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৬

সুদীপ কুমার বলেছেন: কার্তিকের প্রান্তে-নবান্নের ডাক-মনে হয় খেয়াল করেননি।

২| ১৬ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:৩৬

ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতা।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.