|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

এই উষ্ণণায়নের সময় বাড়ির তাপমাত্রা কমানোর জন্যে সবুজের মধ্যে বসবাস একটি ভাল উপায় হতে পারে।ছাদ বাগান,বেলকনিতে বাগান,ওয়ালের সাথে লতানো গাছ এই সবকিছুর মাধ্যমে এক একটি বিল্ডিংকে সবুজে পরিবর্তন করে নেওয়া যেতে পারে।বিভিন্ন দেশ তার নাগরিকদের সিটি কর্পোরেশনের করে কিছু ছাড় দেয় যদি তারা ছাদ বাগান করে।
ছাদ বাগানের গাছ নির্ধারণের ক্ষেত্রে কিছু বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত যেমন আলো পছন্দকারী উদ্ভিদ,কম আলো পছন্দকারী উদ্ভিদ,খরা সহনশীল উদ্ভিদ এবং বিল্ডিং এর লোড ম্যানেজম্যান্ট।
ছাদ বাগান এখন শুধু শখ নয়,এর মাধ্যমে তাপমাত্রা কিছুটা কমানো সম্ভবপাশাপাশি পরিবারের খাদ্যের একটি অংশের যোগান দেওয়াও সম্ভব।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ২০ শে জুন, ২০২৩  সন্ধ্যা  ৭:১৩
২০ শে জুন, ২০২৩  সন্ধ্যা  ৭:১৩
সুদীপ কুমার বলেছেন: অনেক বিকল্পের মধ্যে এটিও ভাল বিকল্প।
২|  ১১ ই জুন, ২০২৩  রাত ৯:৫০
১১ ই জুন, ২০২৩  রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: ছাদ বাগান করা ভালো। কিন্তু এটা আমাদের খুব উপকারে আসে না।
  ২০ শে জুন, ২০২৩  সন্ধ্যা  ৭:১৪
২০ শে জুন, ২০২৩  সন্ধ্যা  ৭:১৪
সুদীপ কুমার বলেছেন: কথা ঠিক নয়।
৩|  ১২ ই জুন, ২০২৩  সকাল ৮:১৬
১২ ই জুন, ২০২৩  সকাল ৮:১৬
শেরজা তপন বলেছেন: অতীব ছোট হয়ে গিয়েছে- আরেকটু বিস্তারিত বললে ভাল লাগত।
  ২০ শে জুন, ২০২৩  সন্ধ্যা  ৭:১২
২০ শে জুন, ২০২৩  সন্ধ্যা  ৭:১২
সুদীপ কুমার বলেছেন: লেখবো একদিন।
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৬
১১ ই জুন, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৬
মোগল সম্রাট বলেছেন:
ডেংগুর মৌসুম আসার আগেই হাসপাতালে রোগীর লাইন পইরা গেছে। মারাও গেছে কয়েকজন। গাছপালা কাইট্টা উষার মরুভূমি কইরা ফালাইয়া এসব ছাদ বাগান ফাঁদ বাগন বানানো কোন সমাধান না। এতো ঘনন বসতির শহরে আরো ভালো বিকল্প খুজতে হবে।