নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

আঁধারের কাল

০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:২৪



তাদের কখনও বলা হয়নি
তোমার যা করছো সেগুলি অন্যায়,ঘোর অন্যায়
তোমার সভ্যতার নামে যা করছো সেগুলি অসভ্যতা।

এখনও আফ্রিকার অনেক দেশ কর প্রদান করে-
ফ্রান্সকে! আশ্চর্য।আমরা কোন যুগে বাস করছি?

আমেরিকাকে কখনও বিচারের মুখোমুখি হতে হয়নি
-জাপানে পারমাণবিক হামলার কারণে।
কোন পশ্চিমা সংবাদপত্র বলেনা বা লেখেনা –বিচার প্রয়োজন।

আমেরিকায় সুন্দর একটি মতবাদ আছে-তুমি যদি নিজের মাটিতে যুদ্ধ না চাও
তবে অন্যের মাটিতে যুদ্ধ লাগিয়ে রেখে দাও,
নিরপত্তা ও ব্যবসা দুটোই হবে তোমার।

আমরা কখনও প্রশ্ন করিনা বৃটেনকে
কেন হত্যা করা হলো সাদ্দামকে?
আমরা প্রশ্নও করিনা ওই পশ্চিমাদের
কেন সিরিয়ায় আমেরিকান সৈন্য,কেন মানুষ মরছে ফিলিস্তিন সিমান্তে?

আমরা যা করি-উন্নত জীবনের মিথ্যা মোহে

চলে যাই ইউরোপে
চলে যাই কানাডায়
চলে যাই আমেরিকায়।

আমরা যারা থাকি দেশে
পৃথিবী দেখি পশ্চিমা সংবাদ মাধ্যমের রঙীন দুই নয়নের মধ্যে দিয়ে।

নাটোর
০৮/০৭/২০২৩


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: আজ একটা কঠিন কথা বলব-

উন্নত বিশ্বে আজকাল কবিতা লেখা খুব একটা হয় না।
কবিতা লিখে দরিদ্র দেশের লোকজনেরা। তৃতীয় বিশ্বের লোকদের আর খেয়ে দেয়ে কাজ নেই। তাই তাঁরা কবিতা লিখে যায়। ফয়ালফল শূন্য।

২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩০

সুদীপ কুমার বলেছেন: ঈশ্বর বলিয়াছেন তোমার কর্ম তুমি করিয়া যাও।

২| ০৮ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০২

কামাল১৮ বলেছেন: আমেরিকার বিচার সেইদিন হবে যখন জাপান পরাশক্তি হবে।শক্তিমানরাই বিচার করে।দুর্বল বিচারের নামে পায় সান্তনা।

২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.