|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমরা খুব সহজ একটি ফাঁদে পড়ছি?
তারা কত বারই না সীমানা রেখা টেনে দিয়েছে
আবার ব্যার্থ হয়েছে
কি বা যায় আসে তাতে?
শাপলা চত্বর
আবার সেই চত্বর
গুজবের চত্বর
বিজয়েরও চত্বর।
হায়নার দল ঠাঁই নেবে শাপলা চত্বরে
রাজা কি ব্যাস্ত সেখানে?
শৃগাল যারা হাসিতে ফেটে পরে উচ্চস্বরে
কত না সহজ মুরগী চুরি করে রাজার বেশ ধরা।
নাটোর
২৬/১০/২০২৩
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ২৬ শে অক্টোবর, ২০২৩  রাত ১১:১১
২৬ শে অক্টোবর, ২০২৩  রাত ১১:১১
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
২|  ২৬ শে অক্টোবর, ২০২৩  রাত ১০:৫৯
২৬ শে অক্টোবর, ২০২৩  রাত ১০:৫৯
আমি সাজিদ বলেছেন: যে পঞ্চাশ ভাগ মানুষ অন্য রাজনৈতিক মতাদর্শ সমর্থন করে,  এরা আপনার আশে পাশেরই। আপনারই ভাই, বন্ধু, প্রতিবেশী। নিজের কোন স্বার্থে একটা দেশের বাকি অর্ধেক মানুষকে হায়েনা বললেন? 
ভন্ড।
  ২৬ শে অক্টোবর, ২০২৩  রাত ১১:১০
২৬ শে অক্টোবর, ২০২৩  রাত ১১:১০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
৩|  ২৬ শে অক্টোবর, ২০২৩  রাত ১১:১৯
২৬ শে অক্টোবর, ২০২৩  রাত ১১:১৯
সোনাগাজী বলেছেন: 
@আমি সাজিদ,   
কবিতায় যদি মিলিটারীর ২ দল ও জামাতের লোকজনকে  হায়েনা বলে থাকে, কবিতা সঠিক আছে!
  ৩০ শে অক্টোবর, ২০২৩  সকাল ১০:১১
৩০ শে অক্টোবর, ২০২৩  সকাল ১০:১১
সুদীপ কুমার বলেছেন: কথা সত্য।
৪|  ২৬ শে অক্টোবর, ২০২৩  রাত ১১:২৩
২৬ শে অক্টোবর, ২০২৩  রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
  ৩০ শে অক্টোবর, ২০২৩  সকাল ১০:১১
৩০ শে অক্টোবর, ২০২৩  সকাল ১০:১১
সুদীপ কুমার বলেছেন: আপনার মন খারাপ হলে আমি দুঃখিত।
৫|  ২৭ শে অক্টোবর, ২০২৩  রাত ১২:৫৮
২৭ শে অক্টোবর, ২০২৩  রাত ১২:৫৮
কামাল১৮ বলেছেন: কবে যে আমাদের হুস হবে।এদের বিরুদ্ধ মামলাটা সচল করা দরকাার।সরকার কিছু দরকারী কাজ করছে না।
  ৩০ শে অক্টোবর, ২০২৩  সকাল ১০:১২
৩০ শে অক্টোবর, ২০২৩  সকাল ১০:১২
সুদীপ কুমার বলেছেন: কিভাবে যে কি হয়।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২৩  রাত ১০:৫৬
২৬ শে অক্টোবর, ২০২৩  রাত ১০:৫৬
আমি সাজিদ বলেছেন: মানুষ হতে পারেন নাই। দশ বছরে তেলতেলে চর্বির স্তুপ হয়েছেন।
যে উৎসাহ নিয়ে ফিলিস্তিনের নিয়ে শিশুদের গায়ে মোহাম্মদ নাম লিখতে চেয়েছেন, তেমন উৎসাহে নিজের দেশের অন্য রাজনৈতিক মতাদর্শের লোকদের হায়েনা বলেছেন। আপনি, আপনার মানবতার গান, আপনার চিন্তা ভাবনা সবই প্রচন্ড রকমের ভন্ডতায় পরিপূর্ণ।