নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বলছি কথা কল্পগাঁথা

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৪



আমরা দুলছি
আবেগ তাড়িত হচ্ছি
যে যে দলের মতাদর্শে বিশ্বাসী
সে রকমই কথা বলে যাচ্ছি।

বীন বাজে ওই, শুনি তার সুর
দূর বহু দূর।
আমরা যা দেখছি,আমরা যা শুনছি
তা কি সত্য?
এত ভানিতা নয়, স্পষ্ঠ করেও বলা যায়
ঘুড়ির লাটাই তার হাতে শোভা পায়
যে ঘুড়ি ওড়ায়।

থাম।অনেক তো হলো
আঠাশে অক্টোবর।ষোল বছর আগে
আর ষোল বছর পরে। থামো তো ভাই
চল উল্টিয়ে দিই,-১৯৭১ সালকে
মুক্তিযোদ্ধাদের ধরে নিতে পারি দেশদ্রোহী রুপে
রাজাকার যত ছিল সবাই হয়ে যাক দেশপ্রেমিক।
কি মজা।এমন হলে দেশে কোনই দুর্নীতি থাকবে না
দ্রব্যমূল্য বাড়বে না।দেশ ভারতের কাছে বিক্রিত হবেনা
পুলিশকে পিটিয়ে মারা হবেনা
প্রধান বিচারপতির বাস ভবনে হামলা হবেনা
হাসপাতালে হামলা হবেনা।বাসে আগুন জ্বলবে না।
কেউ ঘুষ খাবেনা।টেন্ডারবাজি হবেনা।
দেশে কোনই হিন্দুর অধিনে চাকরি করতে হবেনা।

পাগল ছেলে।খালি বক বক করে।
এভাবে না হলে কিভাবে সরকার নামাবে?
কেন?-আন্দোলন করতে পারতে ,নিয়মতান্ত্রিকভাবে।
থামো।পুলিশলীগ আছে যে, ওরা সরাসরি গুলি করে
বল তাহলে আন্দোলন কিভাবে করে?
ভাবছো কেন, তোমার তো পুলিশ পিটিয়ে মারতে পার
শুধু পিটিয়ে কেন?২০১৪ সালে আগুনে পুড়িয়েছো
-বাইশ পুলিশ।
আগুন জ্বালো । আগুন জ্বালো।

থামো। অনেক হয়েছে
পিটার হাসের হাতে খেওনাকো দানা
মনে আছে মীরজাফরের কথা
কাজ ফুরালে কি দশা করেছিল তার ইংরেজরা।

নাটোর
৩০/১০/২০২৩

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৩

কামাল১৮ বলেছেন: আবার ষোল বছর পর এই একই নাটক দেখবেন।সামনের ষোল বছর বিএনপি গত ষোল বছরের মতো কাটাবে।সেই ব্যবস্থা বিএনপি করে ফেলেছে।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৫

সুদীপ কুমার বলেছেন: বলেন কি??

২| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

রাজীব নুর বলেছেন: নির্বাচনের আগে পর্যন্ত এরকম চলতেই থাকবে।

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৫

সুদীপ কুমার বলেছেন: হয়তো।হয়তো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.