নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

মার্কিন শকুন পৃথিবীর আকাশে উড়ছে

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৮



দিকে দিকে এ কি খেলা খেলিছ তোমরা
দিকে দিকে এ কি খেলা খেলিছ তোমরা
অকারণে?
অকারণে শিশুর ছিন্ন মস্তক গাজার মাটিতে
অকারণে লক্ষ লক্ষ ইউক্রেনিয় ইউরোপে
-ভিটেমাটি ছাড়া
- ভিটেমাটি ছাড়া।

অকারণে
অকারণে অস্ত্র বিক্রির মুনাফা উড়ছে
উড়ছে আমেরিকার ধনীদের চারপাশে
প্রজাপতি হয়ে
প্রজাপতি হয়ে।

মার্কিন অস্ত্র,মার্কিন আইন উড়ছে
পৃথিবীর বুকে
পৃথিবীর বুকে গণতন্ত্র হয়ে
মানবিধাকার হয়ে
আইনের শাসন হয়ে,- শকুন সেজে।

ওই মার্কিন জনগণ যেন কুম্ভকর্ণ নয়তো
অন্ধ বধির রুপে ভয়ংকর বিকলাঙ্গ
বিকলাঙ্গ।
পৃথিবীর দেশে দেশে তাদের ভোটে নির্বাচিত তাদের
নেতা সংঘর্ষে লিপ্ত
আর ওই জনগণ অন্ধ
বিকলাঙ্গ।

একদা ইংরেজ বেনিয়া শোষণে ছিল লিপ্ত
তারা আজও ঘৃনিত
এরপর এলো ভয়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধ
বিশ্বযুদ্ধ
বেনিয়া ইংরেজ গেলো
এলো?
এলো মার্কিন জলদস্যু ভাল মানুষ সেজে
নিরাপত্তা দেবে বলে
ভাল মানুষ সেজে।
তাদের গড়া আইন,তাদের দেওয়া সুরে
আর কতকাল
আর কতকাল পৃথিবী গাইবে গান
খাঁচায় বন্দী পাখির বেশে।।

নাটোর
০১/১১/২০২৩

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ১২:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সমস্যা নেই। তারা গণতন্ত্রের ঝাণ্ডাও ধরে আছে।

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

সুদীপ কুমার বলেছেন: গণতান্ত্রিক স্বৈরতন্ত্র।

২| ০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সমসাময়িক বিষয় ফুটে উঠেছে।

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

সুদীপ কুমার বলেছেন: ঠিক কথা।

৩| ০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৭

ক্লোন রাফা বলেছেন: মার্কিন জনগণ হোচ্ছে পৃথিবির সবচাইতে বেশি হিপোক্রেট। ইমিগ্রান্টদের ট্যাক্স , যুদ্ধের মাধ্যমে লুটপাট আর অস্র বিক্রির টাকায় ভোগ করছে সকল সুযোগ সুবিধা। যে দেশের প্রধান রপ্তানি পন্য অস্র সে দেশ বলে মানবাধিকারের কথা। মানবাধিকার লংঙ্গন হয় বলেই অস্রের জমজমাট ব্যাবসা। গণতন্ত্র রপ্তানির ঠিকাদার আমেরিকা আর তার মিত্ররা।
কবিতা ভালো হইছে সু.কুমার। ধন্যবাদ॥

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

সুদীপ কুমার বলেছেন: ভাল বলেছেন।

৪| ০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫

বাউন্ডেলে বলেছেন: গনতন্ত্র ও মানবাধীকারের তাদের নিজস্ব সংজ্ঞা আছে। উপনিবেশিক আমল থেকেই ইউরোপ-আমেরিকার বাইরের মানুষদের মানব সদৃশ্য প্রানীই মনে করা হতো। জার্মানরা ছিলো আরো এক কাঠি উপরে। সকল অনার্যই তাদের চোখে মানব সদৃশ্য প্রানী।

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

সুদীপ কুমার বলেছেন: একদম তাই।

৫| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০১

কাঁউটাল বলেছেন: কুপা আম্রিকারে ........ কুপা

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

সুদীপ কুমার বলেছেন: কোপা সামসু।

৬| ০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: দেশের সমস্যা কি আপনার চোখে পড়ে না?

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

সুদীপ কুমার বলেছেন: আমার লেখায় আপনার নিয়মত মন্তব্য করেন।আমি আজ বুঝতে পারছি আপনি সব লেখা ঠিকমত পড়েননা।আমি সবসময় সমসাময়িক বিষয়ের উপর লিখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.