নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

মুদ্রা

০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫২

হয়তো আমাদের রক্ত তাদের রক্তের চাইতে কম দামী
তাই পশ্চিমাদের মারলে আমরা হয়ে যাই খুনী।
হয়তো আমাদের গণতন্ত্র গণতন্ত্রই নয়
তাই আমেরিকায় বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী হলেও
নির্বাচন হয় সুষ্ঠ
আমাদের এমন নির্বাচন হলে তা হয়
একনায়কতন্ত্র।

আমরা মানুষ হত্যা করিনা পশ্চিমাদের মত
আমরা পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাইনা, - ওদের মত
আমরা সমকামীতায় মাতিনা,- ওদের মত
আমরা ধর্মকে অস্ত্ররুপে ব্যাবহার করিনা,- ওদের মত।

তবুও আমরা ওদের সাদা চামড়া দেখে অন্ধ হই,- কেউ কেউ
তবুও আমরা যেতে চাই পশ্চিমা দেশে,- কেউ কেউ ( দেশ ছেড়ে চিরদিনের মত)

আমরা কি এখন যেনে গিয়েছি
পশ্চিমা গণতন্ত্র গণতন্ত্রই নয়,
এক ধরণের গণতান্ত্রিকস্বৈরতন্ত্র যেখানে কিনা
সরকার যায় সরকার আসে কিন্তু ওদের বৈদেশিক নীতিতে
কোনই পরিবর্তন আসেনা,বদলে যায়না শাসন-শোষণ নীতির,
পৃথিবীতে একচ্ছত্র হত্যার নীতির।

উপনিবেশবাদী শক্তির রুপ বদল হয়েছে মাত্র
বদলেনি আর অন্যকিছু।

নাটোর
০৬/১১/২০২৩

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৩১

সোনাগাজী বলেছেন:


জেনারেল জিয়ার হ্যাঁ/না ভোট, উনার সময়ের পার্লামেন্টারী ভোট, এরশাদ ও বেগম জিয়ার ভোটগুলো বাংলাদেশকে কুপথে নিয়ে গেছে। দেশে কি পরিমাণ নতুন গ্রেজুয়েট বেকার?

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

সুদীপ কুমার বলেছেন: ভাল।

২| ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৬

বাকপ্রবাস বলেছেন: আমাদের স্বরাষ্ট্র ব্যাবস্থাপনা আর ওদের পররাষ্ট্র ব্যাবস্থাপনায় গলদ, তায় সবগুলো তালগোল না করে যেখানো রোগ সেখানে অষুধ

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

সুদীপ কুমার বলেছেন: ভাল বলেছেন।

৩| ০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: প্রেমের পুতু পুতু টাইপ কবিতা থেকে এই কবিতাটা ভালো।

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

সুদীপ কুমার বলেছেন: প্রেমের কবিতা লিখতে লিখতে এখানে এসে পড়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.