নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

ড্রাকুলা

২৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:১২

কোন একদিন তাদের মুখোশ খুলে যায়
বেরিয়ে আসে দানবীয় কপোট মুখায়ব।

অতীতে তারা ছিল আমাদের স্বপ্ন পুরুষ
তাদের দেশ ছিল স্বপ্নের দেশ।
তাদেরকে দেখলেই আমরা ভক্তিতে নুয়ে পড়তাম
ঠিক যেন তাদের চাকর,
অবশ্য আমাদের মেরুদন্ড তখনও তৈরি হয়নি।

কোন একদিন তাদের মুখোশ খুলে পড়ে
খুলে পড়ে মানবতার মুখোশ
গণতন্ত্রের মুখোশ
সভ্য জাতির মুখোশ।

একে একে মুখোশ খুলে পড়ে,- আমেরিকার
পশ্চিমা দেশগুলির।
তাদের নখে আর ঠোঁটে লেগে রয় গাজার শিশু
আর নিরীহ মানুষের উষ্ণ রক্তের দাগ।
তাদের ধারালো নখে খুঁজে পাই
আফ্রিকা আর ইউক্রেনবাসীর নরম মাংসের টুকরো।

খুলে পড়ে তাদের মুখোশ
বেরিয়ে আসে আই এস এর দানবীয় রুপ
দেশে দেশে জনপ্রিয় নেতাদের হত্যাকারীর রুপ।

কোন রুপ আর কোন মুখোশ চিনি আমরা?
আমরা কি চিনি পাগলের মত প্রলাপরত বাইডেনকে
কিম্বা পেত্নীর মত নেন্সি পেলোসিকে
কিম্বা সাজানো ছবির ম্যাক্রোনকে?

তারা যেন ড্রাকুলা, সুযোগ পেলেই রক্ত চুষে খায়
আমাদের প্রিয় পৃথিবীর।

নাটোর
২৯/০৪/২০২৪

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: মানব মঙ্গলে তারা তাদের সক্ষমতাকে কাজে লাগায় না- আফসোস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.