![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাটা মুরগীর মত ছটফট করতে করতে
এক সময় যায় নিথর হয়ে।
কিছুক্ষণ আগেও মানুষটি জীবিত ছিল
হয়তো সুখস্বপ্নে বিভোর ছিল।
তাদের মুখমন্ডল আবৃত,কালো কাপড়ে
ছবি -প্রচার যন্ত্রের পাতায় ছড়িয়ে পড়ে।
মানুষ জবাই করার বিভৎস দৃশ্যে
সাধারণ মানুষ...
চোখের তারায় প্রথম যে আলো,
যে আলো বলে তোমার কথা-বলে,ভালোবাস?
ভালোবাসি যারে,সে আছে শুয়ে নয়ন মুদে,
অনন্ত সময় মাঝে-স্বপ্নঘোরে?
সে কী ভাবে জীবনের কথা?ভাবে?-
আমার কথা।জাগ্রত সময়ের মাঝে
জাগে যে প্রেম-যে ভালোবাসা;
যখন সময় একান্তই সময়ের-
একান্তই আপনার-
ঠিক...
সেখানে কেউ অপেক্ষায় ছিলনা,
অথচ,দু\'জনে গিয়ে দেখি
সবাই অপেক্ষা করেছিল,আমাদের জন্য-
কচিপত্র-
আলো ছায়ায় যে নেচেছিল;
বৃক্ষের নিবিড় ছায়া-
যার ছিল মায়ের মমতা;
আর,
আর সুন্দরী জুঁই,চামেলী।
আমাদের জন্য নির্জনতা,বেঁধেছিল সুমিষ্ট গান-
লাজুক প্রেমের গান।
দুর্বাঘাস ফিরে পেয়েছিল প্রাণ,
-তোমার লাজুকতায়।
আর আকাশ...
©somewhere in net ltd.