![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাটা মুরগীর মত ছটফট করতে করতে
এক সময় যায় নিথর হয়ে।
কিছুক্ষণ আগেও মানুষটি জীবিত ছিল
হয়তো সুখস্বপ্নে বিভোর ছিল।
তাদের মুখমন্ডল আবৃত,কালো কাপড়ে
ছবি -প্রচার যন্ত্রের পাতায় ছড়িয়ে পড়ে।
মানুষ জবাই করার বিভৎস দৃশ্যে
সাধারণ মানুষ আঁতকে ওঠে-
কল্পনারও বাহিরে!
সারি সারি ধূসর যানগুলো এগিয়ে চলে
ধূসর মরুর বুক চিড়ে
-পিপিলিকার মত সারি সারি-যন্ত্রদানবের বহর
যেন অজানা কোন জগত হতে
বেরিয়ে আসছে।
জর্ডান,তুরস্ক,সৌদিআরবের
সীমানা পেরিয়ে যন্ত্রের এই বহর
এগিয়ে চলে ইরাকে
সিরিয়ায়,যেখানে স্বাধীন রাষ্ট্র মৃত।
হাজার হাজার মারনাস্ত্র
কে দেয়?কে নেয়?
আঁধারে ঢাকা আকাশ
আঁধারে মানুষ।
অপরিশোধিত তেলের স্বাদ হয়
পাখনা গজায়
উড়ে বেড়ায় পশ্চিমে।
পৃথিবী নামক সুন্দর গ্রহটি কেঁপে ওঠে
পুঁজিবাদের অট্টহাসিতে।
©somewhere in net ltd.