নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুদীপ্ত পাল

সুদীপ্ত পাল › বিস্তারিত পোস্টঃ

মহাপ্রস্থানের পথে নীললোহিত

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

মধ্যরাতে, মহাষ্টমী-নবমীর পুণ্য সন্ধিক্ষণে

হল কি তোমার মহাপ্রস্থানের সখঃ

দ্বিধাহীন, অচঞ্চল দীর্ঘ চঙ্‌ক্রমণে

চলে গেলে কবি অতর্কিতে, অচানক;

আলো-আধাঁদিতে ঘেরা ছায়াপথ সানন্দে পেরিয়ে

চলে গেলে সেই পথ দিয়ে

যেইখানে পিতৃযান-দেবযান একত্র মিলেছে,

মিলেমিশে দ্রুতগম্য রাজপথ হয়ে সোজা

স্বর্গের দিকে চলে গেছে।

সেই পথে চলে গেলে তুমি অচানক......।



আমরা কী রকমভাবে বেঁচে আছি – এতদ্বিষয়ক

তদন্তে ও অনুভবে, তন্নতন্ন অনুসন্ধানে

কাটিয়েছো যাবজ্জীবন;

অতন্দ্র প্রহরী হয়ে তন্দ্রাহীন প্রহরে প্রহরে

বিবেকের হাঁক দিয়ে গ্যাছোঃ

‘বন্দী জেগে আছো ?’



আজকে নিশ্চিন্তে তুমি নিরিবিলি ঘুমিয়ে রয়েছো অকাতরে;

শান্তি-স্বর্গে, পিস্‌-হ্যাভেনে-

উৎসব-মদির এই মহানগরীর কোলাহল,

শব্দ-হলাহল –

সেখানে পৌঁছেনা ঘুণাক্ষরে – এই কথা জেনে –



নিবিড় নিশ্চিন্তে ঘুমে শায়িত রয়েছ তুমি অক্লেশে নীরবেঃ

কাঁদে নীরা, কাঁদে স্বাতী, স্বাতি-নক্ষত্রের চোখ অশ্রু ছলোছলো,

বলো, কবি, বলো, কবে

‘হেমবর্ণ জাগরণ’ হবে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.