| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুফিয়ান ডট কম
দিন বদলের দিন আরও কত দুর/ দীর্ঘশ্বাসে পোড়া সকাল দুপুর/ এখানে নষ্টরাত শিখিয়েছে অজুহাত/ জীবন-যাপন আজ মুখোশে আড়াল/ মুখরতা নেই শুধু আছে দাহকাল
![]()
একলা হতে চাইছে আকাশ
মেঘগুলোকে সরিয়ে দিয়ে
ভাবনা আমার একলা হতে
চাইছে একা আকাশ নিয়ে...
একলা হতে চাইছে গাছটাও
হলদে পাতার আলতো ঝড়ে
পাতায় পাতায় বিষন্নতা
গাছেরও মন কেমন করে...
একলা হতে চাইছে বিকেল
দিন ফুরানো পথের ধারে
রবীন্দ্রনাথ একলা থাকেন
অশ্রু নদীর সুদূর পানে...
একলা হতে চাইছে রাত্রি
অন্ধকারের আড়াল থেকে
ভাবনা আমার একলা হলো
তারায় তারায় আকাশ দেখে...
কোথায় আকাশ একলা হবে
তারার রাজ্য পেরিয়ে গিয়ে
ভাবনা আমার একলা হতে
চাইছে একা আকাশ নিয়ে...
একলা হতে চাইছে আকাশ
মেঘগুলোকে সরিয়ে দিয়ে
ভাবনা আমার একলা হতে
চাইছে একা আকাশ নিয়ে...
অডিও লিংকঃ Click This Link
এইগানটা আমার খুব প্রিয়। যত শুনি ততই ভালো লাগে। নতুন প্রফাইল পিক উপলক্ষে গানটা দিলাম
সুমনের আরো দুটি গান
ও গানওয়ালা আরেকটা গান গাও.......
কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়???
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৬
সুফিয়ান ডট কম বলেছেন: হুমমম............
২|
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০১
হাসান মাহবুব বলেছেন: এন টিমের সদস্য না হৈলেও পেলাচ দিতাম।
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৭
সুফিয়ান ডট কম বলেছেন: কোথায় আকাশ একলা হবে
তারার রাজ্য পেরিয়ে গিয়ে
ভাবনা আমার একলা হতে
চাইছে একা আকাশ নিয়ে...
৩|
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৩
অমাবশ্যার চাঁদ বলেছেন: এইগানটা আমারও প্রিয়। +++
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৯
সুফিয়ান ডট কম বলেছেন: আমারও খুব প্রিয়... শুনলেই মনটা উদাস উদাস হয়
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩০
সুফিয়ান ডট কম বলেছেন: নাহ... ভুল বললাম... মনটা উদাস উদাস হলেই গানটা শুনি
৪|
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৫
সায়েম মুন বলেছেন: Click This Link
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪২
সুফিয়ান ডট কম বলেছেন: সম্ভব হলে অডিও লিংকগুলোও পোস্টে এড করে দিয়েন
৫|
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৬
রাতমজুর বলেছেন: তিনটে গানই বিচ্ছিরি রকম ভালো।
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৪
সুফিয়ান ডট কম বলেছেন: হা...হা... আসলেই গানগুলো ভয়াবহ রকমের ভালো
৬|
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৯
আহমেদ রাকিব বলেছেন: এইটা আমার খুব খুব বেশি প্রিয় গান। ধন্যবাদ
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৫
সুফিয়ান ডট কম বলেছেন: ধন্যবাদ... আমাদের ভালোলাগা দেখি একই রকমের
৭|
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৫
মাঠশালা বলেছেন: onekdin por shunlam, apnar soujonne. thanks a lot bro.
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৯
সুফিয়ান ডট কম বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ......
৮|
২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫০
সায়েম মুন বলেছেন: হুমম দিয়েছি
২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:০৫
সুফিয়ান ডট কম বলেছেন: অসংখ্য ধন্যবাদ ...... কালকে ডাউনলোড করব। প্রিয়তে রাখলাম।
৯|
২৯ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:১২
মুয়ীয মাহফুজ বলেছেন: +
২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৫
সুফিয়ান ডট কম বলেছেন: ধন্যবাদ .....
১০|
২৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
দীপান্বিতা বলেছেন: ডাউনলোড দিলাম ![]()
+
২৯ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৯
সুফিয়ান ডট কম বলেছেন: ![]()
![]()
১১|
২৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
দীপান্বিতা বলেছেন: ভাল লাগল......উদাস করা গান , কিন্তু! মনের কি খবর! ![]()
২৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০০
সুফিয়ান ডট কম বলেছেন: মনডারে নিয়াই ত সমুস্যা......
১২|
২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৬
দীপান্বিতা বলেছেন: ![]()
৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১৫
সুফিয়ান ডট কম বলেছেন:
![]()
১৩|
৩০ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪৪
ন হন্যাতে বলেছেন: +++++
৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৭
সুফিয়ান ডট কম বলেছেন:
![]()
১৪|
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২১
শ্রাবনের ফুল বলেছেন: +++
সারপোকায় লিংক দিয়া আসেন গান ক্যাটাগরিতে ![]()
সামহোয়্যার পোষ্ট কালেক্টরস (সারপোকা)
সুপ্রিয় ব্লগার,
আপনাকে আনন্দের সাথে জানাচ্ছি যে সামহোয়্যার পোষ্ট কালেক্টরস(সারপোকা) অত্র সেপ্টেম্বর ২০০৯ এর ১ তারিখ থেকে যাত্রা শুরু করেছে। সারপোকা- এ আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাকে মেম্বার করে নেয়া হয়েছে Click This Link আপনি স্বেচ্ছায় পোষ্ট আর্কাইভ গঠনের উদ্দেশ্যে একজন মেম্বার হয়েছেন, সুতরাং আপনাকে সারপোকা এর পক্ষ থেকে বিনীত ভাবে অনুরোধ করছি আপনার দেখা আকর্ষনীয় পোষ্ট গুলির লিংক , লিংক সাবমিট ফরম্যাটে ( পোষ্টঃ লেখকঃ ক্যাটাগরিঃ লিংকঃ) নিম্নোক্ত লিংকে সাবমিট করে আর্কাইভকে সমৃদ্ধ করুন।
মেম্বার হিসেবে আপনার সহযোগীতা একান্ত ভাবে কামনা করছি।
রনি রাজশাহী
মডারেটর সেপ্টেম্বর ২০০৯
সামহোয়্যার পোষ্ট কালেক্টরস (সারপোকা)
[আমরা সবাই সবার, ব্লগের পোষ্ট গুলো আমাদের]
![]()
১৫|
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
সুফিয়ান ডট কম বলেছেন: লিংক সাবমিট ফরম্যাটে ( পোষ্টঃ লেখকঃ ক্যাটাগরিঃ লিংকঃ) নিম্নোক্ত লিংকে সাবমিট করে আর্কাইভকে সমৃদ্ধ করুন।
লিংক কৈ??
১৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৮
juddhobaaj বলেছেন: একলা হতে না চেয়েও একলা হলো আমার আকাশ।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩
সুফিয়ান ডট কম বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে .।।।
১৭|
২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৩
হাম্বা বলেছেন: কোথায় আকাশ একলা হবে
তারার রাজ্য পেরিয়ে গিয়ে
ভাবনা আমার একলা হতে
চাইছে একা আকাশ নিয়ে..
আমার সব চাইতে প্রিয় গান গুলোর মধ্যে একটা
১৮|
১৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৫৬
হাসান রেজভী বলেছেন: esnipes বাদে অন্য লিঙ্ক দেয়া যাবে???????
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৪
রনি রাজশাহী বলেছেন: সুন্দর।